AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গাঁজা খেলে আর জেল নয়, আনা হচ্ছে বড় আইন

Marijuana: ১৯৭০ সাল থেকে আমেরিকায় হেরোইন, এলএসডির মতো গাঁজা বা মারিজুয়ানা-কে কন্ট্রোলড সাবসট্যান্স অ্যাক্টের অধীনে শিডিউল ১ ড্রাগ হিসাবে গণ্য করা হয়। এটি নিষিদ্ধ মাদক হিসাবেই গণ্য করা হত।  

গাঁজা খেলে আর জেল নয়, আনা হচ্ছে বড় আইন
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: May 17, 2024 | 9:49 AM

ওয়াশিংটন: গাঁজা আর নিষিদ্ধ মাদক নয়। গাঁজা খেলে আর জেলে যেতে হবে না। আসতে চলেছে ঐতিহাসিক আইন। বৃহস্পতিবারই মার্কিন প্রশাসনের তরফে এই প্রস্তাবনা আনা হয়। সেই প্রস্তাবনায় বলা হয়েছে, এবার থেকে গাঁজা বা মারিজুয়ানাকে আর নিষিদ্ধ মাদক বলে গণ্য করা হবে না। এটিকে এবার থেকে কম ক্ষতিকারক মাদক হিসাবে গণ্য করা হবে।

বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিডিয়ো বার্তায় বলেন, “গাঁজা সেবন বা গাঁজা রাখার জন্য আর কেউ জেলে যাবে না। ব্যস। গাঁজা নিয়ে যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তার জন্য এখনও পর্যন্ত বহু মানুষের জীবন নষ্ট হয়েছে। আমি ভুলগুলিকে শুধরে নিতে দায়িত্ববদ্ধ।”

১৯৭০ সাল থেকে আমেরিকায় হেরোইন, এলএসডির মতো গাঁজা বা মারিজুয়ানা-কে কন্ট্রোলড সাবসট্যান্স অ্যাক্টের অধীনে শিডিউল ১ ড্রাগ হিসাবে গণ্য করা হয়। এটি নিষিদ্ধ মাদক হিসাবেই গণ্য করা হত।

এবার মার্কিন প্রশাসন চাইছে, গাঁজাকে শিডিউল ১ থেকে শিডিউল ৩ ড্রাগ হিসাবে গণ্য করার। ইতিমধ্যেই এই প্রস্তাবনা আনা হয়েছে। কেটামাইন ও কোডেইনের মতো পেইনকিলারকে যেমন শিডিউল ৩ ড্রাগ হিসাবে গণ্য করা হয়। এবার গাঁজাকেও সেই স্তরেই গণ্য করা হবে। এতে গাঁজা সেবন বৈধ হিসাবে গণ্য না করা হলেও, গাঁজা সেবন বা গাঁজা রাখার জন্য ফেডেরাল আইনে গ্রেফতারি কমবে।

গত এপ্রিল মাসেই এই প্রস্তাবনা এনেছিল বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার জাস্টিস ডিপার্টমেন্টের তরফে অফিসিয়ালি এই প্রস্তাবনা পেশ করা হয়।