Pak Official Threatens Pahalgam Protestors: ‘গলা কেটে নেব’ দিনের আলোয় প্রকাশ্যে ভারতীয়দের হুমকি পাক সেনাকর্তার, দেখুন ভিডিয়ো
Pak Official Threatens Pahalgam Protestors: ভিডিয়োতে যে সেনাকর্তাকে দেখা গিয়েছে সূত্রের খবর তাঁর নাম কর্নেল তৈমুর রাহত। এই মুহূর্তে তিনি লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সেনা ও বায়ুসেনা উপদেষ্টা হিসাবে কর্মরত। তাঁর ওই ভঙ্গী থেকেই শুরু হয়েছে বিতর্ক।

লন্ডন: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাক হাই কমিশনের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিল প্রবাসী ভারতীয়রা। কিন্তু সেই বিক্ষোভ সহ্য করতে পারেনি পাকিস্তান। এক পাক সেনাকর্তা বেরিয়ে এসে রীতিমতো সর্বসমক্ষে গলা কেটে নেওয়ার হুমকি দেন বিক্ষোভকারীদের। যার ছবি ধরা পড়েছে ভিডিয়োয়।
ভিডিয়োতে যে সেনাকর্তাকে দেখা গিয়েছে সূত্রের খবর তাঁর নাম কর্নেল তৈমুর রাহত। এই মুহূর্তে তিনি লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সেনা ও বায়ুসেনা উপদেষ্টা হিসাবে কর্মরত। বিক্ষোভ চলাকালীন বাইরে এসে হাত দিয়ে গলা কেটে নেওয়ার ভঙ্গী করেন তিনি। তাঁর ওই ভঙ্গী থেকেই শুরু হয়েছে বিতর্ক।
মঙ্গলবার পহেলগাঁওতে জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান সেখানকার প্রবাসী ভারতীয়রা। সূত্রের খবর সেই দলে মূলত ছিলেন হিন্দুরাই। ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ছিল বিক্ষোভকারীদের হাতে। পাকিস্তান বিরোধী স্লোগানও শোনা যায় তাঁদের মুখে। ইতিমধ্যেই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে চলছিল বিক্ষোভ।
A senior staff of Pakistan High Commission, London was seen threatening to slit throat of peaceful protesters.
The Terror mindset of Pakistan is yet Again exposed.#पहलगाम_आतंकी_हमला #पहलगाम_हिंदू_नरसंहार pic.twitter.com/qZqR1rysCy
— Cyber Huntss (@Cyber_Huntss) April 26, 2025
বিক্ষোভকারীরা জানান, বাইরে যখন তাঁরা প্রতিবাদ জানাচ্ছিলেন, ভিতরে তখন তারস্বরে গান বাজছিল। প্রতিবাদীরা জানান, সবচেয়ে লজ্জাজনক বিষয় হল, ন্যায়বিচারের দাবিতে যখন প্রতিবাদ চলছে, পাকিস্তান হাই কমিশনের কর্মীরা ভিতরে তখন জোরে গান বাজিয়ে উসযাপনে মত্ত। আমাদের ক্ষততে আরও বেশি করে অবমাননার আঘাত হানছেন। সারা বিশ্ব যখন শোকপ্রকাশ করেছে, তখন পাকিস্তান হাই কমিশনের এই আচরণ তাদের সহানুভূতি এবং মানবিক শিষ্টাচারের অভাবকেই তুলে ধরে। এই অসংবেদনশীল আচরণকে ধিক্কার।
প্রসঙ্গত, এই দিন ভারতীয় এবং ইহুদি সম্প্রদায়ের প্রায় ৫০০ প্রতিবাদকারী এই বিক্ষোভে সামিল হয়েছিল। বিক্ষোভকারীদের দাবি পাকিস্তান আসলে সন্ত্রাসবাদে মদত দেয়। এই লড়াইয়ে ইহুদিরাও ভারতের পাশে আছে বলে জানিয়েছেন।
