G20 শীর্ষ সম্মেলন থেকে কলম চুরি ব্রাজিলিয় প্রেসিডেন্টের? ভাইরাল ভিডিয়ো ঘিরে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া

Lula da Silva G20 Pen: জি২০ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরে, জি২০ শীর্ষ সম্মেলনে ব্রাজিলিয় প্রেসিডেন্টের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর, এই ভিডিয়োকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে কলম চুরির অভিযোগ উঠেছে। কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োয়?

G20 শীর্ষ সম্মেলন থেকে কলম চুরি ব্রাজিলিয় প্রেসিডেন্টের? ভাইরাল ভিডিয়ো ঘিরে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া
এই কলমগুলি চুরিরই অভিযোগ উঠেছে ব্রাজিলিয় প্রেসিডেন্টের বিরুদ্ধেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 7:51 PM

নয়া দিল্লি এবং রিও ডি জেনেইরো: ১ ডিসেম্বর, ভারতের হাত থেকে জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করবে ব্রাজিল। সেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার বিরুদ্ধেই উঠল, সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে কলম চুরির অভিযোগ! গত ৯-১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বসেছিল ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনের আসর। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদেহর মতো ব্রাজিলের প্রেসিডেন্টও অংশ নিয়েছিলেন এই সম্মেলনে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। জি২০ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরে, জি২০ শীর্ষ সম্মেলনে ব্রাজিলিয় প্রেসিডেন্টের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর, এই ভিডিয়োকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে কলম চুরির অভিযোগ উঠেছে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট নয়া দিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তির সময় এক মুঠো কলম তুলে নিতে। তারপর তাঁকে দেখা যায় কলমগুলি তাঁর স্ত্রীর হাতে তুলে দিতে। ব্রাজিলিয় ফার্স্ট লেডি, রোসাঞ্জেলা দা সিলভাকেও দেখা যায়, সাগ্রহে কলমগুলি তাঁর ব্যাগে ঢুকিয়ে রাখতে। লুলা দ্যসিলভার এই একমুঠো ‘কলম চুরি’র ভিডিয়ো নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অদ্ভুতভাবে, ব্রাজিলিয় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন অধিকাংশ ভারতীয়। তিনি কোনও ভুল কাজ করেননি বলে জানিয়েছেন ভারতীয় নেটিজেনরা। অন্যদিকে, ব্রাজিলিয়রা তাঁদের প্রেসিডেন্টের প্রতি তেমন সদয় প্রতিক্রিয়া দেয়নি। বিশেষ করে লুলা-বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, তিনি কলমগুলি চুরি করেছেন। লুলার স্বভাবেই রয়েছে চুরি।

ভারতীয় নেটিজেনরা প্রায় একযোগে জানিয়েছে, জি২০ শীর্ষ সম্মেলন থেকে ওই কলমগুলি তিনি স্মৃতিচিহ্ন হিসেবে নিয়েছেন। তাই একে চুরি বলা যায় না। অতিথিদের জন্য ভারতের জি২০ সভাপতিত্বের লোগো-সহ কিছু অনন্য কলম ব পেন্সিল তৈরি করা হয়েছিল। সেগুলিই স্মৃতিচিহ্ন হিসেবে সংগ্রহ করেছেন ব্রাজিলিয় প্রেসিডেন্ট। এতে ভারত মোটেই কিছু মনে করেনি বলেও, দাবি করেছেন নেটিজেনরা। ভারত থেকে ব্রাজিলকে এগুলি উপহার হিসেবেই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয়রা। তিনি সেগুলি নিয়ে যান, ভারত সেটাই চেয়েছে। একজন নেটিজেন বলেছেন, ভারতীয় কলমগুলি এতও লোভনীয় নয়, আর ব্রাজিলিয় প্রেসিডেন্টও অত লোভী নন, যে তিনি কলমগুলি চুরি করবেন।

অন্যদিকে, ব্রাজিলে লুলা বিরোধীরা দাবি করেছেন, চুরি লুলার বরাবরের স্বভাব, এই ক্ষেত্রেও তিনি চুরিই করেছেন। দেশের উন্নতি নয়, আত্মোন্নতিই তাঁর লক্ষ্য। প্রসঙ্গত, গত বছর ব্রাজিলের নির্বাচনে সামান্য ভোটে জেইর বোলসোনারোকে পরাজিত করে, ফের দেশের প্রেসিডেন্ট হয়েছেন লুলা দ্য সিলভা। বামপন্থী এই নেতা জয় পেলেও, এই ভোট ছিল সেই দেশের সবথেকে মেরুকৃত ভোট। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রায় দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল গোটা দেশ। কলম চুরির অভিযোগ ওঠার পর, ব্রাজিলিয় ফার্স্ট লেডি রোসাঞ্জেলা দা সিলভা সোশ্যাল মিডিয়ায় প্রস্নের মুখে থাকা পেন বা পেনসিল এবং একটি নোটবুকের ছবি পোস্ট করে জানিয়েছেন, ভারতীয় আয়োজকরা সকল দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের এই কলম এবং নোটবুক উপহার দিয়েছেন। কাজেই চুরির প্রশ্নই ওঠে না।