Video: চিনে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কী কী করতে হয় দেখুন
China’s driving license test: জাপান, ফিনল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহির মতো অনেক দেশেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া বেশ কঠিন। তবে নের এই ভিডিয়ো সকলকে হতবাক রকরে দিয়েছে।
বেজিং: অনেক দেশেই ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা বেশ কঠিন বিষয়। কেউ কেউ দাবি করেন, ড্রাইভিং লাইসেন্স পাওয়া সবথেকে কঠিন জাপান এবং ফিনল্যান্ডে। আবার, সংযুক্ত আরব আমিরশাহিতে ড্রাইভিং-এ প্রচুর উপার্জন হয় বলে, অনেকেই সেই দেশে গাড়ি চালকের চাকরি নিতে আগ্রহী হন। কিন্তু, সেখানেও ড্রাইভিং পরীক্ষাটা বেশ কঠিনই হয়। তবে, সম্প্রতি চিনের ড্রাইভিং পরীক্ষার একটি ভিডিও, সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। ভিডিয়োটিতে শুধুমাত্র ড্রাইভিং টেস্টের প্রথম ধাপটি দেখানো হয়েছে। প্রথম ধাপেই যে ধরণের ড্রাইভিং দক্ষতা প্রত্যাশা করা হচ্ছে, তা এক কথায় বিস্ময়কর।
তানসু ইয়েগেন নামে এক টুইটার ব্যবহারকারী ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “চিনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র।” ভিডিয়োটিতে, দেখা যাচ্ছে, সাদা রং দিয়ে একটি পথ চিহ্নিত করা হয়েছে। সেই পথে বিভিন্ন রকম বাধা রয়েছে। এছাড়া, পার্কিং করা, ইংরাজি আট সংখ্যার মতো পথে গাড়ি চালানো, দীর্ঘ পথ ব্যাক গিয়ারে চালানোর মতো কঠিন দক্ষতার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, যে সাদা রেখা দিয়ে পথটি চিহ্নিত করা হয়েছে, ড্রাইভিং পরীক্ষার সময়ে সেই রেখাকে স্পর্শ করা বা তার বাইরে যাওয়া যাবে না।
Driver license exam station in China pic.twitter.com/BktCFOY4rH
— Tansu YEĞEN (@TansuYegen) November 4, 2022
ভিডিয়োটিতে একটি সাদা রঙের গাড়িকে ওই পরীক্ষা দিতে দেখা গিয়েছে। গাড়িটিকে প্রথমে একটি আঁকা-বাকা পথ দিয়ে এগোয়। তারপর, গাড়িটিকে ব্যাকে এসে পার্ক করতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ সদস্যের পরীক্ষকদের একজনকে দেখা যায়, এগিয়ে এসে গাড়িটি ওই সাদা রেখা স্পর্শ করেছে কি না, তা পরীক্ষা করতে। ওই পরীক্ষক সবুজ সংকেত দিলে, গাড়িটি এগিয়ে যায় ইংরাজি ৮ বা বাংলা ৪ সংখ্যার মতো দেখতে একটি রাস্তায়। তারপর, বেশ কিছুটা রাস্তা গাড়িটিকে ব্যাক গিয়ারে চালিয়ে যেতে হয়। শেষে ব্যাক গিয়ারেই একটি ঢাল বেয়ে উপরে উঠতে হয়, আবার সেখান থেকে নেমেও আসতে হয়। সবশেষে, চালককে সমান্তরাল পার্ক করতে হয়।
Meanwhile at indonesia pic.twitter.com/SfqaiXcRCh
— Aku (@AkuVaatu) November 5, 2022
Drivers license test in South Africa pic.twitter.com/wpMrCS3yjP
— ThabzZzz… (@Gods_Step_Son) November 4, 2022
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভিডিয়োটি নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে। চিনে মোটর বাইকের বিপুল ব্যবহারের ছবি প্রকাশ করে একজন মজা করে বলেছেন, এই জন্য়ই তারা বাইক ব্যবহার করে। অনেকে গাড়িটির চালকের ড্রাইভিং দক্ষতার প্রশংসাও করেছেন। পাশাপাশি অনেতেই অন্যান্য বিভিন্ন দেশের ড্রাইভিং টেস্টের ছবি-ভিডিয়ো শেয়ার করেছেন। আবার একজন কর্তৃপক্ষকে ঘুষ দেওয়ার একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকায় নাকি লাইসেন্স দেওয়া হয় ঘুষের বিনিময়েই।