AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ছেলে হবে না মেয়ে, ঘোষণা করছিল বউমা, শাশুড়ি বলে উঠল ‘আমিও প্রেগন্যান্ট’! শুনে থ সবাই

Viral: এই অপ্রত্যাশিত ঘোষণা শুনে দম্পতি এবং বাড়ির অন্যান্য সদস্যরা খুশির বদলে হতাশ হয়ে পড়েন। গর্ভবতী যুবতী শাশুড়ির উদ্দেশে বলেন যে মিথ্যা কথা বলছ, ইয়ার্কি মারছ নিশ্চয়ই। কিন্তু তিনি বারবার জোর দিয়ে বলতে থাকেন যে তিনি সত্যিই গর্ভবতী।

Viral Video: ছেলে হবে না মেয়ে, ঘোষণা করছিল বউমা, শাশুড়ি বলে উঠল 'আমিও প্রেগন্যান্ট'! শুনে থ সবাই
শাশুড়ির চমকে স্তম্ভিত সকলে।Image Credit: Instagram
| Updated on: Mar 08, 2025 | 6:53 PM
Share

ওয়াশিংটন: গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে, পরিবারের সকলকে জানাচ্ছিলেন পুত্রবধূ। আয়োজন করা হয়েছিল পার্টির। সেখানেই শাশুড়ি এমন কাণ্ড ঘটালেন, যাতে স্তম্ভিত সকলে। আশীর্বাদ করবেন নাকি অভিশাপ দেবেন, তা বুঝে পাবেন না। কী করলেন জানেন? যখন ছেলে ও পুত্রবধূ যখন ঘোষণা করতে যাচ্ছিলেন যে তাদের গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে, তখনই শাশুড়ি এসে ঘোষণা করলেন যে তিনি গর্ভবতী! ঘোষণায় স্তম্ভিত সকলে।

ভারতে সন্তান জন্মের আগে তার লিঙ্গ নির্ধারণ অপরাধ। তবে বিদেশে এই নিয়মের কড়াকড়ি নেই। আমেরিকা সহ অনেক দেশেই গর্ভাবস্থার একটা সময় পেরনোর পর গর্ভস্থ সন্তানের লিঙ্গ জানিয়ে দেওয়া হয়। এর জন্য আলাদা পার্টিও রাখা হয়। পোশাকি নাম জেন্ডার রিভিল পার্টি। সেই পার্টিতেই শাশুড়ির কাণ্ডে অবাক সকলে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক দম্পতি তাদের অনাগত সন্তানের জন্য একটি লিঙ্গ প্রকাশ পার্টির আয়োজন করেছেন। এই বিশেষ মুহূর্তটি নিয়ে দু’জনেই খুব উত্তেজিত। হঠাৎ যুবকের মা পুত্রবধূ কিছু বলার আগে সকলের দৃষ্টি আকর্ষণ করে শ্যাম্পেন ভর্তি গ্লাসটি তুলে বললেন – ‘আমিও গর্ভবতী।’

এই অপ্রত্যাশিত ঘোষণা শুনে দম্পতি এবং বাড়ির অন্যান্য সদস্যরা খুশির বদলে হতাশ হয়ে পড়েন। গর্ভবতী যুবতী শাশুড়ির উদ্দেশে বলেন যে মিথ্যা কথা বলছ, ইয়ার্কি মারছ নিশ্চয়ই। কিন্তু তিনি বারবার জোর দিয়ে বলতে থাকেন যে তিনি সত্যিই গর্ভবতী।

View this post on Instagram

A post shared by Happiest (@gohappiest)

পার্টিতে উপস্থিত সকলকেই শোনা যায় ওই মহিলার সমালোচনা করতে। ওই মহিলার স্বামী সহ সকলে বলতে থাকেন যে দৃষ্টি আকর্ষণের জন্য এরকম করছে। এই বিশেষ মুহূর্তটি তার ছেলে ও পুত্রবধূর জন্য ছিল। সেই বিশেষ মুহূর্ত নষ্ট করে দিয়েছেন তিনি।