AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: মত্ত হয়ে গাড়ি চালিয়ে গ্রেফতার ইউনুস কন্যা? প্রকাশ্যে বড় সত্যি

Muhammad Yunus: "ট্রাম্প-বিদ্বেষী মহম্মদ ইউনুস সমকামীদের অধিকারকে সমর্থন করেন। ওঁর মেয়ে #মনিকা ইউনুস একজন সমকামী। তাঁকে পুলিশ মাতাল অবস্থায় গ্রেপ্তার করেছিল।"

Muhammad Yunus: মত্ত হয়ে গাড়ি চালিয়ে গ্রেফতার ইউনুস কন্যা? প্রকাশ্যে বড় সত্যি
মনিকা ইউনুস ও মহম্মদ ইউনুস ( বাঁ দিক থেকে)Image Credit: PTI
| Updated on: Nov 30, 2024 | 5:18 PM
Share

ঢাকা: বাংলাদেশের রাশ এখন তাঁরই হাতে। শেখ হাসিনা সরকাররে পতনের পর, তিনিই হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। বাংলাদেশকে নতুন করে সাজানোর দায়িত্ব এখন তাঁরই কাঁধে। অথচ কুর্সীতে বসার পর থেকেই বিতর্ক যেন তাঁর পিছন ছাড়ছে না।

এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খোদ মহম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুস। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চলানোর অভিযোগে গ্রেফতার করা হচ্ছে এক মহিলাকে। যে মহিলাকে অনেকটা মহম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুসের মতো দেখতে। সেই ভাইরাল পোস্টেই দবি করা হয়েছে ওই মহিলা আদপেই আমেরিকান-বাংলাদেশী গায়িকা এবং মহম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুস।

থ্রেডস-এর ব্যবহারকারী এক ব্যক্তি ছবি এবং ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “উনি নিজের সন্তানদের মানুষ করতে ব্যর্থ। লোকে মনে করে তিনি মুসলিম যুবকদের পথ প্রদর্শন করছেন???? ট্রাম্প-বিদ্বেষী মহম্মদ ইউনুস সমকামীদের অধিকারকে সমর্থন করেন। ওঁর মেয়ে #মনিকা ইউনুস একজন সমকামী। তাঁকে পুলিশ মাতাল অবস্থায় গ্রেপ্তার করেছিল। এখন কি বাংলাদেশের মুসলিমরা তাঁদের ‘নেতার’ আসল পরিচয় দেখতে পাচ্ছেন?”

ছবি – ফেসবুক থেকে নেওয়া।

যদিও এই দাবি সত্য নয়। ওই আদপেও মহম্মদ ইউনুসের কন্যা নয়। সম্প্রতি নিউজ মিটারের একটি প্রতিবেদনেও এই দাবি মিথ্যা বলে জানানো হয়েছে। এরপরেই ইউটিউবে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ১৬ এপ্রিল ২০২২ সালে নিউ জার্সির ভেরোনাতে এক মহিলা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাচক্রে সেই মহিলার নাম মনিকা। তবে সে মনিকা ইউনুস নয় বলেই জানা গিয়েছে। মনিকা ইউনুস গ্রেফতার হয়নি বলেই খবর। জানা গিয়েছে মনিকা নামের ওই মহিলা একজন সমকামী। নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেক আপের পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হন তিনি।

মনিকা ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপেরা গায়ক এবং সোশ্যাল এন্টারপ্রনার। তাঁর স্বামী ব্র্যান্ডন ম্যাকরিনল্ডস। ২০০৯ সালে মনিকা ইউনুস এবং ব্র্যান্ডন ম্যাকরিনল্ডস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।