Ashwini Vaishnaw: ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে আগ্রহী ফ্লেক্স, ফলপ্রসু বৈঠক অশ্বিনীর সঙ্গে
WEF 2024: ভারতের 'মেক-ইন-ইন্ডিয়া' উদ্যোগে সামিল হতে চায় আন্তর্জাতিক ইলেকট্রনিকস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা ফ্লেক্স। এদিন ডাভোসে ফ্লেক্স সিইও রেবতী অদ্বৈতীর সঙ্গে বৈঠকের ছবিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ফ্লেক্সের সিইও-র সঙ্গে তাঁর ফলপ্রসু বৈঠক হয়েছে।

ডাভোস: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৪-এ যোগ দিতে ডাভোসে গিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে ফ্লেক্স লিমিটেডের সিইও রেবতী অদ্বৈতীর সঙ্গে এক বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রীর। ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুন্দর করতে চান ফ্লেক্স সিইও। ভারতের ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগে সামিল হতে চায় আন্তর্জাতিক ইলেকট্রনিকস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা ফ্লেক্স। এদিন ডাভোসে ফ্লেক্স সিইও রেবতী অদ্বৈতীর সঙ্গে বৈঠকের ছবিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ফ্লেক্সের সিইও-র সঙ্গে তাঁর ফলপ্রসু বৈঠক হয়েছে।
Flex Ltd. commits to ‘Make in India’. Had a good discussion with Ms. Revathi Advaithi, CEO of Flex.
📍WEF 2024, Davos. pic.twitter.com/HpYoA5Q6Ob
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 17, 2024
উল্লেখ্য, ‘মেক ইন ইন্ডিয়া’ হল কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। যা গোটা বিশ্বের কাছে ভারতে এক অতি আকর্ষণীয় উৎপাদন ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে। ভারতে বিদেশি বিনিয়োগ টানতে এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনাকে নিয়ে আসতে ‘মেক ইন ইন্ডিয়া’ ইতিমধ্যেই দুর্দান্ত সাফল্য পেয়েছে। শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগ আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কর্মসংস্থান। তৈরি হয়েছে নিত্য নতুন চাকরির সুযোগ।
এবার আরও এক নামী সংস্থা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রতি আগ্রহী হল। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে ফ্লেক্সের সিইও-র সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের খোশমেজাজি আলোচনায় উঠে এল আরও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। ভারতে যে বিপুল কর্মদক্ষতা রয়েছে, তা কাজে লাগাতে আগ্রহী হয়েছে ফ্লেক্স।
