Explained: এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও…সুনীতা উঠবেন
Explained: ৫ জুন ২০২৪ একটি বিশেষ মিশন নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরে। মাত্র ৮ দিন পরেই তাঁদের ফিরে আসার কথা ছিল। স্টারলাইনের যে বোয়িং স্টারশিপে করে মহাকাশে গিয়েছিলেন ফেরার কথা ছিল তাতেই।

কথা ছিল মাত্র ৮ দিনের, কিন্তু কপালে লিখন খন্ডাবে কে? ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস মহাকাশেই থেকে যেত হল সুনীতা উইলিয়ামসকে। অবশেষে বাড়ি ফেরার পথে তিনি। কেমন ছিল তাঁর এই দীর্ঘ ৯ মাসের সফর? কেন হঠাৎ আটকে পড়তে হয়েছিল সুনীতা উলিয়ামস এবং বুচ উইলমোরেকে? কবে ফিরবেন তিনি? এখন কেমন আছেন? রইল বিস্তারিত! ৫ জুন ২০২৪ একটি বিশেষ মিশন নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরে। মাত্র ৮ দিন পরেই তাঁদের ফিরে আসার কথা ছিল। স্টারলাইনের যে বোয়িং স্টারশিপে করে মহাকাশে গিয়েছিলেন ফেরার কথা ছিল তাতেই। কিন্তু ফেরার আগেই কিছু যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ওই ক্যাপসুলে। তাই নাসা সুনীতাদের জীবনের...





