শেষমেশ বছরের শুরুতেই করোনার উৎস খুঁজতে চিনে যাচ্ছে হু-র বিশেষজ্ঞ দল
আজ সংবাদ সংস্থাকে হেডিন হলড্রসন বলেন, "আমি নিশ্চিত করতে পারি জানুয়ারিতেই বিশেষজ্ঞ দল যাবে।"
জেনেভা: অবশেষে করোনাভাইরাসের উৎস খুঁজতে চিনে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিশেষজ্ঞ দল। আগে একাধিকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ভাইরাসের উৎস সন্ধানে চিনে যাবে প্রতিনিধি দল। কিন্তু কবে যাবে? এই প্রশ্নের উত্তর ছিল না। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র হেডিন হেলড্রসন জানালেন জানুয়ারিতেই চিনে যাবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দল।
বারবার শোনা গিয়েছে চিনের হুনান প্রদেশের বাজার থেকে ছড়িয়েছে করোনা। কিন্তু কীভাবে ছড়ালো? কী তার উৎস! এই বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলে এসেছে ভাইরাস ছড়ানোর মূলে চিনই। কিন্তু কয়েক দিন আগেই নিশ্চিত না হয়ে চিনকে দায়ী করার বিরুদ্ধে কথা বলেন হু প্রধান টেডরস আধানম। তখনই আধানম জানিয়ে ছিলেন, ইতিমধ্যে চিনে প্রাথমিক অনুমানকারী দল গিয়েছে। কয়েক দিনের মধ্যেই বিশেষজ্ঞ দল যাবে।
আরও পড়ুন: বিগুলের করুণ সুরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানালেন শেখ হাসিনা
আজ সংবাদ সংস্থাকে হেডিন হলড্রসন বলেন, “আমি নিশ্চিত করতে পারি জানুয়ারিতেই বিশেষজ্ঞ দল যাবে।” করোনার উৎস নিয়ে একবার চিনকে দায়ী করেছে আমেরিকা, তো হোয়াইট হাউসের মাথায় দোষ চাপিয়েছে বেজিং। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, স্টেট সেক্রেটারি পম্পেও-সহ একাধিক হোয়াইট হাউস আধিকারিক করোনাকে চিনা ভাইরাস বলেও মন্তব্য করেছেন। পাল্টা দিয়েছে চিনও। বেজিং অভিযোগ করেছিল চিনে করোনা ছড়িয়েছে মার্কিন সেনাবাহিনী। অর্থাৎ এখনও ধোঁয়াশায় উৎস। এবার সেই ধোঁয়াশা কাটাতেই চিনে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।