Pakistan: দু’টুকরো হবে পাকিস্তান! ভুগছে জিন্নাহর প্রতিশ্রুতি না রাখার ফল?
একাত্তরের পর পাকিস্তান আবার খন্ড খন্ড হলে অবাক হওয়ার কিছু নেই। অত্যাচার, নির্যাতন করে বালুচিস্তানকে আর সম্ভবত ধরে রাখতে পারবে না ইসলামাবাদ।

ঘুম নেই পাকিস্তানের। ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। আবারও। ঘুমন্ত আগ্নেয়গিরি না বলে চাপা ক্ষোভ বা তীব্র ঘৃণাও বলা যায়। পাকিস্তানে যাত্রীবাহি ট্রেন হাইজ্যাক করে বালোচরা!
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সন্ত্রাস নিয়ে আফগানিস্তানকে নিশানা করছিলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। তখনই টিভিতে ভেসে উঠল, বালুচিস্তানে একটা গোটা ট্রেন অপহরণ করে বালুচ বিচ্ছিন্নতাবাদিরা। ট্রেনের ৪০০ যাত্রীর মধ্যে একটা বড় অংশ পাক সেনার সদস্য ও তাঁদের পরিবার। যদিও এরই মধ্যে জাফর এক্সপ্রেস থেকে ১৫৫ জন পণবন্দিকে উদ্ধার করেছে পাক সেনা। ২৭ বালোচ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে নিরাপত্তাবাহিনী। গত কয়েক দশকে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা তো কম ঘটেনি। কিন্তু একটা আস্ত ট্রেন অপহরণ, এমন কোথাও হয়নি। এই হাইজ্যাকের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। ঘটনায় ১৬ বালোচ বিদ্রোহীকে এখনও পর্যন্ত খতম করা হয়েছে বলে দাবি পাক সেনার। পাকিস্তানের মাথাব্যথা বাড়াচ্ছে বালুচ লিবারেশন আর্মি।
একাত্তরের পর পাকিস্তান আবার খন্ড খন্ড হলে অবাক হওয়ার কিছু নেই। অত্যাচার, নির্যাতন করে বালুচিস্তানকে আর সম্ভবত ধরে রাখতে পারবে না ইসলামাবাদ। খাইবার-পাখতুনখোয়াও যে কোনওদিন স্বাধীনতা ঘোষণা করতে পারে। বালুচ বিদ্রোহীরা প্রমাণ দিলেন তারা দমবেন না।
কেন আক্রমণাত্মক বালোচরা? তার জন্য জানতে হবে বালোচদের সম্পর্কে। অর্থনীতি, বিদেশনীতি ও প্রতিরক্ষা – এই তিনটি বাদে বালুচদের স্বাধীনতায় হাত পড়বে না। বালুচদের দেওয়া জিন্নার প্রতিশ্রুতি রাখেনি পাকিস্তান। সেই থেকেই পাকিস্তান থেকে স্বাধীন হতে লড়াই চালাচ্ছেন বালোচরা। কেউ হাতে অস্ত্র নিয়ে লড়ছেন, কেউ বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বালুচদের উপর নির্যাতনের ঘটনা তুলে ধরছেন। তথ্য বলছে শিক্ষা-মেধার বিচারে পাকিস্তানে বালুচরা অনেক এগিয়ে।
সেই বালুচিস্তানই উন্নয়নের মাপকাঠিতে সবচেয়ে পিছিয়ে। কার্যত কোনও সরকারি প্রকল্পের সুবিধাই পান না বালুচরা। তাঁদের অভিযোগ, আন্দোলন দমাতে গত সাড়ে দশক ধরে নির্যাতন চালাচ্ছে পাক সেনা। বালোচ নেতাদের গুমখুন, মহিলাদের উপর নির্যাতন, শিশুদের অপহরণ এমনকি জেলে খুন করে মরদেহ পরিবারের হাতেও তুলে দিচ্ছে না পাক প্রশাসন। বালুচ বিদ্রোহী সন্দেহে সাধারণ মানুষ বিশেষত তরুণদের বাড়ি থেকে বের করে মাথায় গুলি করে খুন করা হচ্ছে – বারবার আন্তর্জাতিক মঞ্চে এই অভিযোগ তুলেছে বালুচরা। অভিযোগ তুলেছে- প্রমাণ দিয়েছে। আন্তর্জাতিক মহল শুনেই গিয়েছে। সেকারণেই আরও আক্রমণাত্মক বালোচরা।





