লন্ডন: রাশিয়ান আগ্রাসনের মুখে শোচনীয় অবস্থা ইউক্রেনের (Russia-Ukraine Conflict)। পুতিন (Vladimir Putin) ইউক্রেন অভিযান ঘোষণার পরেও প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে সেদেশের সেনা বাহিনী। এমনকি হার না মানার বার্তা দিয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছে সাধারণ ইউক্রেনবাসী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই একের পর এক হৃদয় বিদারক ছবি সামনে এসেছে। ইউক্রেনের এক সাংবাদিকের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রখ্যাত সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কাজ করা ইউক্রেনের এক মহিলা সাংবাদিক লাইভ শো চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন। কারণ স্টুডিয়োতে লাইভ চলাকালীন তিনি দেখতে পান রাশিয়ান আক্রমণে তাঁর ইউক্রেনের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওলগা মালচেভস্কা নামের ওই সাংবাদিক নিজের সহকর্মী কারিন জিয়ানিওন সঙ্গে স্টুডিয়োতে বসে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। স্টুডিয়োর স্ক্রিনে আসা ভিডিয়ো দেখে ওই সাংবাদিক হঠাৎ করেই চমকে ওঠেন। এমনকি তাঁর চোখে জলও এসে গিয়েছিল।
লন্ডনের স্টুডিয়োতে সংবাদ উপস্থাপক জিয়ানিওনের দিকে তাকিয়ে ভিডিয়োর দিকে ইঙ্গিত করে তিনি বলে ওঠেন ‘এই বহুতলটি আমার বাড়ি, আমি যা দেখছি আমি বিশ্বাস করতে পারছি না। আমি এই বাড়িতেই থাকতাম।’ স্টুডিয়োতে অনুষ্ঠান চলাকালীন মালচেভস্কা তাঁর মায়ের থেকে একটি মোবাইল বার্তা পেয়েছিলেন। তাঁর মা জানিয়েছেন রাশিয়ান আক্রমণের কারণে মিসাইল হামনার কারণে তাঁকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মালচেভস্কা বলেন, “আমি এই মাত্র মায়ের থেকে মেসেজ পেয়েছি, তিনি একটি বেসমেন্ট লুকিয়ে রয়েছেন। সৌভাগ্যবশত মিসাইল হানার সময় তিনি বাড়িতে ছিলেন না।”
The moment my @bbcukrainian colleague @Yollika sees pictures of her family home, partially destroyed overnight in #Kyiv.
We did not know until that moment it was her actual building that had been hit.
Thankfully Olga’s family is safe. pic.twitter.com/rglna1tvEA
— Karin Giannone (@KarinBBC) February 25, 2022
প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মালচেভস্কা স্টুডিয়োতে বসে জানিয়েছেন, “গতকাল যখন আমি আজ সকালে স্টুডিয়োতে আসার জন্য রাজি হয়েছিল তখনও আমি কল্পনাই করতে পারিনি লন্ডনের স্থানীয় সময় বেলা ৩ টের সময় আমার বাড়িতেই বোমা বর্ষণ হবে।” অনেকেই দেখে অবাক হয়ে গিয়েছেন যে কী ভাবে মালচেভস্কা এই অবস্থাতেও শান্ত রয়েছেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চালক কারিন জিয়ানিওন ভিডিয়োটি টুইটারে শেয়ার করে জানিয়েছেন, সত্যি সৌভাগ্যের কারণে তাঁর সহকর্মী ও পরিবার এখনও সুরক্ষিত।
আরও পড়ুন Russia-Ukraine Conflict: শেষমেশ ভারতের শরণাপন্ন ইউক্রেন! মোদীর সঙ্গে কথা জ়েলেনস্কির