AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh-Pakistan: বাংলাদেশে এসে চিকেনস নেকের কাছেই কেন ঘুরঘুর করছে পাকিস্তান? এখনই সমঝে দিলেন ভারতের সেনা প্রধান

India-Bangladesh-Pakistan Relation: গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশে এসে ভারতের সীমান্ত লাগোয়া উত্তরের 'চিকেনস নেক' সংলগ্ন এলাকাতে ঢোকে পাক গোয়েন্দারা। তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকরা ছিলেন। হঠাৎ পাকিস্তানের 'চিকেনস নেক' ঘুরে দেখার কী প্রয়োজন পড়ল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

Bangladesh-Pakistan: বাংলাদেশে এসে চিকেনস নেকের কাছেই কেন ঘুরঘুর করছে পাকিস্তান? এখনই সমঝে দিলেন ভারতের সেনা প্রধান
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Feb 21, 2025 | 8:04 AM
Share

নয়া দিল্লি: বেশি বাড়াবাড়ি ভাল না, সময় এলে আগ্রাসন দেখাতে পারে ভারতও, বাংলাদেশকে এই কথা বুঝিয়ে দিলেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। সম্প্রতিই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অতিরিক্ত বন্ধুত্ব এবং বাংলাদেশে ঘনঘন পাক সেনা প্রধানের সফরকে মোটেই ভাল চোখে দেখছে না ভারত। এরই মধ্যে গোয়েন্দা সূত্রে খবর, চিকেনস নেকও দেখতে গিয়েছিলেন পাকিস্তানি গুপ্তচররা। এরপরই ভারতের কড়া বার্তা।

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই নতুন বাংলাদেশের বন্ধুত্ব বেড়েছে পাকিস্তানের সঙ্গে। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে একদিন স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়েছিল বাংলাদেশকে, সেই বাংলাদেশই এখন পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে। গত জানুয়ারিতে বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান গিয়েছিলেন পাকিস্তান সফরে। পাল্টা নানা অছিলায় বাংলাদেশে আসছেন পাকিস্তান সেনাবাহিনী থেকে গোয়েন্দা বাহিনীর প্রধানরাও। তারা আবার আলাদাভাবে দেখা করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও।

গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশে এসে ভারতের সীমান্ত লাগোয়া উত্তরের ‘চিকেনস নেক’ সংলগ্ন এলাকাতে ঢোকে পাক গোয়েন্দারা। তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকরা ছিলেন। হঠাৎ পাকিস্তানের ‘চিকেনস নেক’ ঘুরে দেখার কী প্রয়োজন পড়ল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এটা উভয় পক্ষই বুঝবে। আমরাও আগ্রাসী হতে পারি”। পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, একটা দেশের জন্য একটি শব্দ ব্যবহার হয়। সন্ত্রাসের আঁতুড়ঘর। প্রতিবেশী দেশে এসে সীমান্তে যাচ্ছে, এটা যথেষ্ট উদ্বেগের বিষয়..যাতে পড়শি মাটি ব্যবহার করে এ দেশে জঙ্গি না পাঠায়, সেটাই ভাবনা।