Woman Shoots Uber Driver: অপহরণ করা হচ্ছে, সন্দেহের বশেই উবার চালককে গুলি মহিলা যাত্রীর
Woman Shoots Uber Driver: কোপাস ভাবেন তাঁকে অপহরণ করা হয়েছে। তখনই তিনি ব্যাগ থেকে রিভলভার বের করে উবার চালককে পিছন থেকে গুলি করেন। ৫২ বছর বয়সি ড্যানিয়েলের মাথায় ও হাতে গুলি লাগে।
টেক্সাস: প্রেমিকের সঙ্গে ক্যাসিনোয় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অফিস থেকে বেরিয়ে প্রেমিকের সরাসরি ক্যাসিনোয় চলে যাওয়ার কথা ছিল। আর উবার (Uber) বুকিং করে ক্যাসিনোর উদ্দেশ্যে রওনা দেন ফোয়েবি কোপাস। কিন্তু, গাড়ি কিছুদূর এগোতেই কোপাস মনে করলেন, তাঁকে অপহরণ করছেন উবার চালক। সন্দেহবশত তিনি ব্যাগ থেকে রিভলভার বের করে ছুড়লেন গুলি। তারপর অবশ্য তাঁর ভুল ভেঙেছে। কিন্তু, ততক্ষণে গুলি বেরিয়ে গিয়েছে। টেক্সাস (Texas) শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানায়, টেক্সাসের বাসিন্দা ৪৮ বছর বয়সি ফোয়েবা কোপাসের বিরুদ্ধে উবার চালককে গুলি করার অভিযোগে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, কোপাসের গুলিতে বিদ্ধ হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উবার চালক ড্যানিয়েল পিয়েদ্রা গার্সিয়া।
কেবল সন্দেহের বশে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন, শুক্রবার। ঘটনার বৃত্তান্ত দিয়ে কোপাস পুলিশকে জানিয়েছেন, টেক্সাস থেকেই তিনি উবার বুকিং করেছিলেন। উবার দ্রুত গতিতে হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছিল। কোন রাস্তা দিয়ে উবার যাচ্ছিল, তিনি ঠাহর করতে পারছিলেন না। তারপর হাইওয়ের এক জায়গায় ‘জুয়ারেজ, মেক্সিকো’ নাম দেখেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। কোপাস ভাবেন তাঁকে অপহরণ করা হয়েছে। তখনই তিনি ব্যাগ থেকে রিভলভার বের করে উবার চালককে পিছন থেকে গুলি করেন। ৫২ বছর বয়সি ড্যানিয়েলের মাথায় ও হাতে গুলি লাগে। যার জেরে গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে। এরপর কোপাস নিজেই গাড়ি দুর্ঘটনার ছবি মোবাইলে তুলে প্রেমিককে পাঠান এবং পুলিশ ডাকেন।
পুলিশ তদন্তে নেমে অবশ্য বুঝতে পারে, কোপাসের ভাবনা ভুল ছিল। এরপরই অনুশোচনায় দগ্ধ হন কোপাস। যদিও তখন আর কিছু করার ছিল না। পুলিশই গুরুতর জখম অবস্থায় ড্যানিয়েলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। উবার চালককে গুলি করার অভিযোগে কোপাসের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
অন্যদিকে, কোপাসের এই আচরণে উদ্বেগ প্রকাশ করেছে উবার কর্তৃপক্ষ। উবার প্ল্যাটফর্মে হিংসা বরদাস্ত করা হবে না জানিয়ে কোপাসকে ব্যান করেছে উবার কর্তৃপক্ষ।