AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: ‘একটা ভুল সিদ্ধান্ত নিলেই…’ নির্বাচনের আগেই পাকিস্তানকে বিশেষ সতর্ক করল বিশ্ব ব্যাঙ্ক

World Bank: বিশ্ব ব্যাঙ্কের তরফে পাকিস্তানকে সতর্ক করে বলা হয়েছে, আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলি নিজেদের আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিলেও, দেশের অভ্য়ন্তরীণ সিদ্ধান্ত পাকিস্তানকে নিজেকেই নিতে হবে।

Pakistan: 'একটা ভুল সিদ্ধান্ত নিলেই...' নির্বাচনের আগেই পাকিস্তানকে বিশেষ সতর্ক করল বিশ্ব ব্যাঙ্ক
ফাইল চিত্রImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 8:35 AM
Share

ইসলামাবাদ: একদিকে আর্থিক সঙ্কট, অন্যদিকে দেশে নেই কোনও সরকারও। সাধারণ নির্বাচনের আগেই এবার পাকিস্তান(Pakistan)-কে সতর্ক করল বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। সরকার নির্বাচনের ক্ষেত্রে যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়ে সতর্ক করা হয় পাকিস্তানকে। সরকার নির্বাচনে সামান্য ভুল সিদ্ধান্তও আরও বড় আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে জানানো হয়েছে বিশ্ব ব্যাঙ্ক। 

দ্য ডন নামক পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্ব ব্যাঙ্কের তরফে পাকিস্তানকে সতর্ক করে বলা হয়েছে, আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলি নিজেদের আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিলেও, দেশের অভ্য়ন্তরীণ সিদ্ধান্ত পাকিস্তানকে নিজেকেই নিতে হবে।

পাকিস্তানের বিশ্ব ব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর নাজি বানহাসিন জানান, নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলি রাজনীতি, সামরিক ও বাণিজ্য়িক নেতাদের ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হয়। ফলে নতুন সরকার নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত অত্যন্ত সতর্কভাবে নেওয়া প্রয়োজন। ভুল সিদ্ধান্তের কারণেই বর্তমানে চরম আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভুল সরকার বা জনপ্রতিনিধি নির্বাচিত হলে দেশের আরও দুর্দশা হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতিই একটি সমীক্ষায় জানা গিয়েছিল, পাকিস্তানের ৪০ শতাংশ জনগণই দারিদ্রসীমার নীচে বসবাস করছে। দেশে চরম আর্থিক ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। দেশে  দারিদ্র হার ৩৪.২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৯.৪ শতাংশে পৌঁছেছে। চরম দারিদ্রের কবলে রয়েছেন ৯ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, আর্থিক উন্নয়নের জন্য পর্যাপ্ত তহবিল না থাকার মতো একাধিক সমস্যা রয়েছে। পাশাপাশি শিশু মৃত্যুর হার বৃদ্ধি, শিশুদের মধ্যে খিঁচুনি-তোতলামোর সমস্যার হার বৃদ্ধি, শিক্ষার মানের অবনতির মতো সমস্যাও, যা পরবর্তী সময়ে বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।