Most Expensive City: বিশ্বের এই দুটি শহর সবচেয়ে দামি, তৃতীয় স্থানে নিউ ইয়র্ক

Most expensive city: নিউ ইয়র্ক ছাড়াও ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এসেছে আরেক মার্কিন শহর, লস অ্যাঞ্জেলস। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে হংকং। বিশ্বের অন্য এলাকার চেয়ে এশিয়ার শহরগুলিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা তুলনামূলক কম বলে জানিয়েছে ইআইইউ।

Most Expensive City: বিশ্বের এই দুটি শহর সবচেয়ে দামি, তৃতীয় স্থানে নিউ ইয়র্ক
ব্যয়বহুল শহর সিঙ্গাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 4:30 PM

হংকং: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির শীর্ষে এবার মার্কিন মুলুকের কোনও শহর নয়, স্থান পেয়েছে সিঙ্গাপুর (Singapore) এবং জুরিখ (Zurikh)। এই দুটি শহর যৌথভাবে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে জেনেভা এবং তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে নিউ ইয়র্ক। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)-এর সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

Cost of living অর্থাৎ জীবনধারণের খরচের নিরিখে বিশ্বের বিভিন্ন শহরের উপর সমীক্ষা চালায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)। সেই সমীক্ষায় এবার শীর্ষস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর ও জুরিখ। গত ১১ বছর ধরে ৯ বার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর। যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে সিঙ্গাপুর সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে সেখানে পরিবহন খরচ বিশ্বের সবচেয়ে বেশি। এছাড়া সেখানে সবচেয়ে ব্যয়বহুল পণ্যদ্রব্য হল, পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল।

অন্যদিকে, নিউ ইয়র্ক ছাড়াও ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এসেছে আরেক মার্কিন শহর, লস অ্যাঞ্জেলস। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে হংকং। বিশ্বের অন্য এলাকার চেয়ে এশিয়ার শহরগুলিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা তুলনামূলক কম বলে জানিয়েছে ইআইইউ।

আবার Mercer ২০২৩ সমীক্ষা অনুযায়ী, ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর হল মুম্বই। তারপরে রয়েছে বেঙ্গালুরু।