Bernard Arnault: ২০,৮০০ কোটি ডলারের বিশাল সাম্রাজ্য, উত্তরসূরি খুঁজতে সন্তানদের অডিশন নিচ্ছেন বিশ্বের ধনীতম ব্যক্তি
Bernard Arnault successor: বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হলেন 'লুই ভুইতো' সংস্থার সিইও তথা চেয়ারম্যান বার্নার আরনোউ। এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী বেছে নিতে বর্তমানে তাঁর পাঁচ সন্তানদের অডিশন নিচ্ছেন এই ধনকুবের।
প্যারিস: বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হলেন ‘লুই ভুইতো’ সংস্থার সিইও তথা চেয়ারম্যান বার্নার আরনোউ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, ২০২২-এই তিনি সম্পত্তির নিরিখে ছাপিয়ে গিয়েছেন টেসলা সংস্থার সিইও ইলন মাস্ককে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ২০,৮০০ কোটি মার্কিন ডলার। এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী বেছে নিতে বর্তমানে তাঁর পাঁচ সন্তানের অডিশন নিচ্ছেন এই ধনকুবের। প্রতি মাসে একবার করে তিনি তাঁদের সঙ্গে দ্বিপ্রাহরিক আহার করছেন। লুই ভুইতো সংস্থার সদর দফতরে এই অডিশনগুলি চলছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই দ্বিপ্রাহরিক আহারগুলি চলছে প্রায় ৯০ মিনিট ধরে। শুরুতেই বার্নার আরনোউ তাঁর আইপ্যাড থেকে কোনও একটি বিষয় পড়ে শোনান। সেই বিষয়েই আহারের সময় আলোচনা হয়। নির্দিষ্ট কোনও বিষয়ের উপর, তাঁর সন্তানদের কাছ থেকে ব্যবসায়ীক কৌশল জানতে চান। ঘুরে ঘুরে প্রত্যেক সন্তানের কাছ থেকে বিভিন্ন ব্যবসায়িক বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। শুধু তাই নয়, তাঁর সংস্থায় কর্মরত বিভিন্ন ম্যানেজারদের বিষয়েও তাঁর সন্তানদের মতামত জানতে চান এই ফরাসি ধনকুবের। তাঁদের নিয়োগ সঠিক কি না, সেই বিষয়ে জানতে চান। কর্মীদের কোনও অদলবদল করা প্রয়োজন কি না, সেই বিষয়ে আলোচনা করেন।
এই ৯০ মিনিটের মিটিংগুলির মধ্য দিয়েই ৭৪ বছর বয়সী বার্নার আরনোউ তাঁর উত্তরসূরির খোঁজ চালাচ্ছেন। তাঁর বিলাসবহুল ব্র্যান্ডের সাম্রাজ্য কার হাতে তুলে দেওয়া যায়, তা বাছাই করবেন। তবে, এখনও পর্যন্ত পাঁচ সন্তানের মধ্যে কে কার হাতে তিনি তাঁর বিলাসবহুল ব্র্যান্ড-সাম্রাজ্য তুলে দেবেন, সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি বার্নার। তবে তিনি সাফ জানিয়েছেন, মেধার ভিত্তিতেই উত্তরসুরী বেছে নেবেন তিনি। বস্তুত, গত কয়েক দশক ধরেই তিনি তাঁর সন্তানদের তাঁর ব্যবসা সামলানোর জন্য়ই তৈরি করেছেন। তাঁর মৃত্যুর পর, কে সেই দায়িত্ব পাবেন, তারই পরীক্ষা চলছে এখন।