AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

United States presidential election: হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, ফিরে দেখা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন

United States presidential election: ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর হোয়াইট হাউসে থাকার পর ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন। এরপর তাঁর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। দু'বার ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছে। কিন্ত, লড়াই ছাড়েননি ট্রাম্প।

United States presidential election: হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, ফিরে দেখা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন
ফিরে দেখা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের খুঁটিনাটি
| Updated on: Dec 19, 2024 | 4:22 PM
Share

ওয়াশিংটন: আমেরিকা কি পাবে প্রথম মহিলা প্রেসিডেন্ট? নাকি ৪ বছর পর ফের ক্ষমতায় ফিরবেন ডোনাল্ড ট্রাম্প? ২০২৪ সালের প্রথম থেকে সারা বিশ্বের নজর ছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। বিভিন্ন সমীক্ষায় সামান্য হলেও এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। কিন্তু, শেষ হাসি হাসলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। বছর শেষে ফিরে দেখা যাক আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের খুঁটিনাটি।

ফের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন নিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প-

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর হোয়াইট হাউসে থাকার পর ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন। এরপর তাঁর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। দু’বার ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছে। কিন্ত, লড়াই ছাড়েননি ট্রাম্প। ফের হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হন তিনি।

ডেমোক্র্যাটের প্রার্থী বদল-

২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন, তা নিয়ে ডেমোক্র্যাটের মধ্যে দোলাচল শুরু হয়। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ফের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার কথা জানান। প্রচারও শুরু করেন। কিন্তু, বয়সজনিত ও শারীরিক কারণে জুলাই মাসে প্রেসিডেন্টের লড়াই থেকে সরে আসেন তিনি। ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট পদপ্রার্থী হন কমলা হ্যারিস।

সমীক্ষায় এগিয়ে ছিলেন কমলা হ্যারিস-

আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর আলোচনা শুরু হয়, কমলা কি প্রেসিডেন্ট হিসেবেও ইতিহাসে নাম তুলতে পারবেন? কারণ, আমেরিকায় এখনও পর্যন্ত কোনও মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হননি। বিভিন্ন সমীক্ষায় ট্রাম্পের থেকে সামান্য হলেও এগিয়ে ছিলেন কমলা। ফলে ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ আরও বাড়ে। কমলা ইতিহাস গড়বেন বলে আশাবাদী ছিলেন তাঁরা।

শেষ হাসি হাসলেন ট্রাম্প-

জোরদার প্রচার পর্বের পর গত ৫ নভেম্বর আমেরিকায় ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। আমেরিকায় মোট ইলেক্টোরাল কলেজ ভোট ৫৩৮। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। কমলা হ্যারিস পান ২২৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। আর, ৭৮ বছরের ট্রাম্প পান ৩১২টি ইলেক্টোরাল কলেজ ভোট। আগামী চার বছর হোয়াইট হাউসে থাকবেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জে ডি ভ্যান্স।