AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2022 : দেশের প্রথম বাজেট পেশ করেছিলেন এক বিদেশী অর্থনীতিবিদ, ফিরে দেখা ১৬২ বছরের বাজেট ইতিহাস

History of Indian Budget : ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে।

Budget 2022 : দেশের প্রথম বাজেট পেশ করেছিলেন এক বিদেশী অর্থনীতিবিদ, ফিরে দেখা ১৬২ বছরের বাজেট ইতিহাস
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jan 19, 2022 | 6:33 PM
Share

নয়া দিল্লি : ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেটের খসড়া নিয়ে প্রস্তুত। কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে আছে ভারতের সাধারণ জনগণ। এইবার বাজেটে কী চমক আছে তা জানার অপেক্ষায় ভারতীয় নাগরিক। গত বছর প্রথমবার কাগজবিহীন বাজেট পেশ হয়েছিল। এই বছরও কোভিড-১৯ অতিমারির কারণে বাজেট কাগজহীনই হবে বলে মনে করা হচ্ছে। নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দায়িত্ব পাওয়ার চতুর্থবারের জন্য বাজেট পেশ করবেন তিনি।

২০২২-২৩ আর্থিক বর্ষের বাজেট পেশের আগে বাজেট সম্পর্কিত কিছু খুঁটিনাটি তুলে ধরা হল। এতদিন ধরে পেশ হওয়া বাজেটের ইতিহাস কি?

  • প্রথম ভারতীয় বাজেট পেশ হয়েছিল বিদেশীর হাত দিয়ে। স্কটিশ অর্থনীতি এবং রাজনীতিবিদ জেমস উইলসন ১৮৬০ সালে ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন। তিনি “দ্য ইকোনমিস্ট” সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা।
  • স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। এই বাজেট পেশ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর কে সানমুখাম চেট্টি।
  • ১৯৫৫ সাল পর্যন্ত বাজেট শুধুমাত্র ইংরেজিতেই পেশ করা হত। ১৯৫৫-৫৬ এর আর্থিক বর্ষ থেকে সেই নিয়মে বদল আসে। বাজেট নথি ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই পেশ করা হয়।
  • ১৯৬৮-৬৯ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেটে “স্ত্রী ভাতা”(Spouse Allowance) বাতিল করে দেওয়া হয়। যদি স্ত্রী ও স্বামী উভয়েরই করযোগ্য আয় থেকে থাকে তাহলে তাঁরা আর এই ভাতা পাবেন না। এই ভাতা কর ফাঁকি দেওয়ার একটি অস্ত্র ছিল।
  • মোরাজি দেশাই সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন। তিনি সব মিলিয়ে ১০ টি বাজেট পেশ করেছিলেন। তাঁর ঠিক নিচেই আছেন পি চিদম্বরম। তিনি ৮ টি বাজেট পেশ করেছেন। প্রণব মুখোপাধ্যায়, যশবন্ত সিনহা, ওয়াইবি চহ্বান এবং সিডি দেশমুখের প্রত্যেকে ৭ টি করে বাজেট পেশ করেছেন।
  • ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা প্রথম বাজেট পেশ করেছেন। তিনি ১৯৭০-৭১ এ যখন অল্প কিছুদিনের জন্য অর্থ মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন তখন বাজেট পেশ করেছিলেন। তিনি সেই সময় দেশের প্রধানমন্ত্রীও ছিলেন।
  • ১৯৬৭-৬৮ সালের বাজেটে প্রথম উপ প্রধানমন্ত্রীর (মোরারজি দেশাই) দ্বারা সংসদে বাজেট পেশ হয়। মোরারজি দেশাই একই সময়ে অর্থমন্ত্রীও ছিলেন।
  • ১৯৭১-৭২ সালের কেন্দ্রীয় বাজেটে বিদেশ ভ্রমণে কর ধার্য করা হয়েছিল। বিদেশ ভ্রমণের জন্য সব টিকিটে ২০ শতাংশ কর ধার্য করা হয়েছিল। তবে বিদেশি মুদ্রায় টিকিট কাটা হলে করে ছাড় ছিল।
  • ১৯৭৩-৭৪ আর্থিক বর্ষে যশবন্ত্রো বি চহ্বানের পেশ করা বাজেট ‘কালো বাজেট’ নামে খ্যাত। সেই বাজেটে তখন ৫৫০ কোটি টাকার ঘাটতি ছিল।
  • ২০১৬ অবধি কেন্দ্রীয় বাজেট লোকসভায় ফেব্রুয়ারি মাসের শেষ দিন পেশ করা হত। তবে, ২০১৭ সাল থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বাজেট পেশ করা হয়। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই পরিবর্তন এনেছিলেন।
  • ৯২ বছর ধরে রেল বাজেট আলাদাভাবে পেশ করা হত। ২০১৭ সাল থেকে তা কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই পেশ হয়ে থাকে।
  • অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি ২০১৯ সালের জুলাই মাসে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করেন।
  • ১৯৭২-৭৩ সাসের পেশ করা বাজেট দেশ জুড়ে শব্দ এবং সাহিত্য প্রেমী মানুষদের থেকে সমালোচনা কুড়িয়েছিল। কারণ এই বাজেটে শব্দছক খেলে জেতা পুরস্কারে ৩৪.৫ শতাংশ কর ধার্য করেছিল কেন্দ্র।
  • ২০১৯ সালে সীতারমন ঐতিহ্যপূর্ণ সেই বাজেট ব্রিফকেস নিয়ে আসেননি। তার বদলে তিনি জাতীয় প্রতীক দেওয়া লাল প্যাকেটে মোড়া ‘বাহি খাতা’ নিয়ে এসেছিলেন তিনি।
  • ২০২০ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের ইতিহাসে সবথেকে বড় বাজেটের বক্তব্য রেখেছিলেন। তিনি প্রায় ২ ঘণ্টা ৪১ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন।

আরও পড়ুন : Budget 2022: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে নমিনাল জিডিপির লক্ষ্যমাত্রা হতে পারে ১২.৮ শতাংশ