AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2026: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, বাজেটে ট্রেনের টিকিটে ছাড় ফিরিয়ে দেবে সরকার?

Union Budget 2026 Expectation: আগে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ৪০ শতাংশ এবং ৫৮ বছরের উর্ধ্বে মহিলা যাত্রীদের ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এসি থেকে স্লিপার ক্লাস- সমস্ত শ্রেণিতেই এই ছাড় দেওয়া হত। 

Budget 2026: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, বাজেটে ট্রেনের টিকিটে ছাড় ফিরিয়ে দেবে সরকার?
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jan 29, 2026 | 8:48 AM
Share

নয়া দিল্লি: আর দিন কয়েক পরই কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026)। নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতি বছরই বাজেট ঘিরে সাধারণ মানুষের মনে একাধিক আশা-প্রত্যাশা থাকে। এবারের বাজেটে একটা দাবি বারবার করে উঠে আসছে। এই দাবি মূলত প্রবীণ নাগরিকদের। বিগত ৫ বছর ধরেই প্রবীণ নাগরিকরা এই প্রশ্ন করে আসছেন। কবে ফিরবে ট্রেনে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট? অবশেষে এবার কি সেই দাবি পূরণ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)?

আগে রেলওয়ের নিয়ম অনুযায়ী, প্রবীণ নাগরিকরা ট্রেনে যাতায়াত করলে, টিকিটের দামে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেন। করোনাকালে, ২০২০ সাল থেকে রেলের এই কনসেশন বা ছাড় বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রমণ কাটিয়ে দেশ সুস্থ হয়ে উঠলেও, রেলের ছাড় আর ফেরেনি। এবারও বাজেটের আগে সাধারণ মানুষ ফের একবার প্রশ্ন করেছে যে রেলের টিকিটে ছাড় কি ফেরানো হবে?

প্রসঙ্গত, আগে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ৪০ শতাংশ এবং ৫৮ বছরের উর্ধ্বে মহিলা যাত্রীদের ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এসি থেকে স্লিপার ক্লাস- সমস্ত শ্রেণিতেই এই ছাড় দেওয়া হত।

শোনা যাচ্ছে, এবার সরকার রেলের টিকিটে ছাড় বা কনসেশন ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। সম্পূর্ণ ছাড় না ফিরলেও, কিছু অংশ ছাড় ফেরানো হতে পারে।

এদিকে, রেলওয়ের নিয়মে বড় বদল এসেছে। বন্দে ভারত স্লিপার ট্রেনে রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা আরএসি সিস্টেম তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ হাফ সিট বা বার্থ শেয়ার করে যাতায়াত করা যাবে না। এই ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিটেই যাতায়াত করা যাবে।