Share Market News, Budget Day 2025: কমল করের বোঝা, বাড়ল ওলা-ইভি সেক্টর, নির্মলার নয়া চাল!
Budget Day Market News: ইলেকট্রিক ভেহিকলসের বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যাটারির উপর শুল্ক কমায় ওই সেক্টরে গ্রোথের সম্ভাবনা বেড়েছে। আর সেই কারণেই বেড়েছে ওলা ইলেকট্রিক, রতনইন্ডিয়া পাওয়ারের মতো ইভি ম্যানুফ্যাকচারিং সংস্থার শেয়ারের দাম।

আজ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশের আগে সকাল সকাল হুড়মুড়িয়ে উঠেছিল বাজার। প্রায় ২৬ হাজার ৬২২ পয়েন্টে পৌঁছে গিয়েছিল নিফটি ফিফটির সূচক। আর বাজেটের পর দিনের শেষে সেই সূচক গিয়ে দাঁড়াল ২৩ হাজার ৪৮২ দশমিক এক পাঁচ পয়েন্টে। বাজেটের ধাক্কায় পড়েছে রেলের একাধিক শেয়ারের দাম। যদিও জুপিটার ওয়াগন লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে প্রায় সাড়ে ৬ শতাংশ। আজকের বাজেটে আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মধ্যবিত্তরা। কর দিতে না হলে কিছুটা হলেও বাড়তি টাকা থাকবে তাদের হাতে। আর এর খবর আসার পরই বেড়েছে FMCG, কনজিউমার ডিউরাবেলস ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন শেয়ারের দাম। ইলেকট্রিক ভেহিকলসের বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যাটারির উপর শুল্ক কমায় ওই সেক্টরে গ্রোথের সম্ভাবনা বেড়েছে। আর সেই কারণেই বেড়েছে ওলা ইলেকট্রিক, রতনইন্ডিয়া পাওয়ারের মতো ইভি ম্যানুফ্যাকচারিং সংস্থার শেয়ারের দাম।
আজ বাড়ল যারা:
আজ বাজেট। আর সকালে অনেকটা উঠলেও শেষ বেলায় খানিকটা নেমে ২৩২ দশমিক ছয় পাঁচ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে নিফটি ফিফটি। আজ সর্বোচ্চ ৩৭.১৪ শতাংশ বেড়েছে সিলগো রিটেল। এ ছাড়াও বেড়েছে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্প, ওকহার্ট লিমিটেড, গুলশন পলিওলস ও পোকার্নো লিমিটেডের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ সর্বোচ্চ ১৪.৫৪ শতাংশ পড়েছে ভাক্রাঙ্গি লিমিটেড। এ ছাড়াও পড়েছে দে নোরা ইন্ডিয়া লিমিটেড, জেআইটিএফ ইনফ্রালজিস্টিক্স, মোক্ষ অর্নামেন্টস ও টেক্সম্যাকো ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ বাজেট। আর তার মধ্যেই ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে বেশ কিছু সংস্থার। যার মধ্যে অনন্ত রাজ, আরতি ইন্ডাস্ট্রিজ, জয়প্রকাশ পাওয়ার ও লম্বধারা টেক্সটাইল উল্লেখযোগ্য।
*১ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





