
নয়া দিল্লি: বাজেটে রেলের জন্য বিরাট বরাদ্দ। ঢেলে সাজানো হচ্ছে রেলের পরিকাঠামো। বাড়ছে প্রচুর ট্রেন। কেন্দ্রীয় বাজেটে ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে রেলের জন্য। রেলের তরফে আশ্বস্ত করা হয়েছে, এই টাকায় আগামিদিনে যেমন যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে জোর দেওয়া হবে, তেমনই পরিষেবা আরও উন্নত করা হবে।
বাজেটের ঘোষণায় জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশে ২০০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত র্যাপিড ট্রেন চালানো হবে। এছাড়া ১৭ হাজার ৫০০টি সাধারণ নন এসি কোচের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কথা ভেবে নতুন ট্রেন ও কোচের আধুনিকীকরণ করা হচ্ছে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, “এই বাজেট বিকশিত ভারতের রোডম্যাপ। রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য ৪ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলের সুরক্ষার জন্য ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে”।
তিনি জানান, চলতি অর্থবর্ষের মধ্যেই ভারতীয় রেলওয়ে ফ্রেইট বহনে দ্বিতীয় স্থানে চলে আসবে। হাই স্পিড ট্রেন নিয়ে কী পরিকল্পনা, এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে ৭০০০ কিলোমিটার হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। তখন ঘণ্টায় ২৫০ কিমি বেগে ছুটবে ট্রেন। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই রেলওয়ের ১০০ শতাংশ ইলেকট্রিফিকেশনের কাজ হয়ে যাবে বলেই জানান রেলমন্ত্রী।