Share Market News: আজ পতনের দিনেও আপার সার্কিট হিট করল এই শেয়ার!
RVNL: আরভিএনএলের থেকে ১৪০০ কোটি টাকার অর্ডার পাওয়ার পর এক্সিকম টেলি সিস্টেমের শেয়ারের দাম আজ ৫ শতাংশ বেড়ে আপার সার্কিট হিট করেছে।
আজ ২৪ জানুয়ারি এফ অ্যান্ড ও সেগমেন্ট থেকে গ্ল্যান্ড ফার্মাকে বাদ দেওয়ার খবর সামনে আসার পরই তাদের শেয়ারের দাম পড়েছে প্রায় ৪ শতাংশ। আরভিএনএলের থেকে ১৪০০ কোটি টাকার অর্ডার পাওয়ার পর এক্সিকম টেলি সিস্টেমের শেয়ারের দাম আজ ৫ শতাংশ বেড়ে আপার সার্কিট হিট করেছে।
আজ বাড়ল যারা:
আজ ২৪ জানুয়ারি নিফটি ৫০ পড়েছে ১১৩.১৫ শতাংশ। যদিও এই পতনের মধ্যেও বেড়েছে অনেক শেয়ারের দাম। সর্বোচ্চ ১০.৭২ পয়েন্ট বেড়েছে এমপিএস লিমিটেড। এ ছাড়াও জ্যোতি স্ট্রাকচারস, পিল ইটালিকা লাইফস্টাইল, টিআরএফ লিমিটেড ও কাপরি গ্লোবাল ক্যাপিটালের শেয়ারেও গ্রোথ দেখা গিয়েছে।
আজ পড়ল যারা:
যদিও আজ পতন দেখা গিয়েছে অনেক বড় বড় সংস্থার শেয়ারে। ২২.৮০ শতাংশ দাম পড়েছে সাইয়েন্ট লিমিটেডের। এ ছাড়াও পড়েছে জুপিটার ওয়াগনস, তেজস নেটওয়ার্ক, অরবিন্দ স্মার্টস্পেসেস ও শ্রী রামা নিউজপ্রিন্টের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ৪ টাকা হিসাবে ডিভিভেন্ড দিয়েছে কন্ট্রোল প্রিন্ট
- শেয়ার প্রতি ২ টাকা হিসাবে ডিভিভেন্ড দিয়েছে ওবেরয় রিয়েলিটি
- শেয়ার প্রতি ১ টাকা হিসাবে ডিভিভেন্ড দিয়েছে ওয়ারি রিনিউয়েবেলস
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে হিন্দুস্থান পেট্রোলিয়াম, জেএসডব্লিউ স্টিল, শ্রীরাম ফাইন্যান্স, ট্রাইডেন্ট, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গোদরেজ কনজিউমার, ডিএলএফ, আদিত্য বিড়লা মানি, ইন্টারগ্লোব এভিয়েশন, আঊ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক উল্লেখযোগ্য।
*২৪ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।