Aadhaar Update : ৬ লক্ষ আধার নম্বর বাতিল করেছে UIDAI, আপনারটা আসল তো! এখনি চেক করে নিন এই উপায়ে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Updated on: Jul 25, 2022 | 7:28 PM

Aadhaar Update : ৬ লক্ষ আধার নম্বর বাতিল করেছে UIDAI। এতগুলো আধার কার্ড ভুয়ো বলে জানা গিয়েছে।

Aadhaar Update : ৬ লক্ষ আধার নম্বর বাতিল করেছে UIDAI, আপনারটা আসল তো! এখনি চেক করে নিন এই উপায়ে
ফাইল ছবি

ভারতের আধার কার্ড প্রদানকারী কর্তৃপক্ষ প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল করেছে। সরকারের তরফে এই পরিসংখ্য়ান তুলে ধরা হয়েছে। ইলেক্ট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর গত সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে জানিয়েছেন, সেসব আধার নম্বরগুলি ভুয়ো ছিল। ভুয়ো আধার কার্ড ব্যবহার করে বড় বড় অপরাধমূলক কাজ করা হয়ে থাকে। সেই কারণে এই বিশাল সংখ্যক আধার নম্বর বাতিল করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভুয়ো আধার কার্ডের হদিশ পেলেই UIDAI-র তরফে তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই বাদল অধিবেশনে লোকসভায় এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানিয়েছেন, নকল আধার জেনারেশন নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ করেছে। ভুয়ো আধারের ব্য়বহার রুখতে ফেস অথানটিকেশনের (Face Authentication) মতো নতুন বৈশিষ্ট্যও যোগ করা হয়েছে। যার ফলে ৫৯৮,৯৯৯ আধার নম্বর বাতিল হয়েছে। এবং এই ভুয়ো আধার রুখতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আপনার আধার ভুয়ো কিনা কীভাবে জানবেন?

  1. প্রথমেই UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। লিঙ্ক – https://resident.uidai.gov.in/offlineaadhaar
  2. এরপর ‘Aadhaar Verify’ অপশনে ক্লিক করুন। আপনার আধারের সত্যতা যাচাই করতে সরাসরি এই লিঙ্কে যান- https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar
  3. ১২ অঙ্কের আধার নম্বর বা ১৬ অঙ্কের ভার্চুয়াল আইডি দিন
  4. নম্বর দেওয়া হয়ে গেলে স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি কোড নম্বর দিন এবং OTP এর জন্য আবেদন পাঠান।
  5. এরপর রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই OTP ওয়েবসাইটে দিন।
  6. এরপর একটি নতুন পেজ আসবে। সেখানে বার্তা দেওয়া হবে যে আপনার আধার কার্ডটি আসল না ভুয়ো।
  7. সেই বার্তার পাশাপাশি সংশ্লিষ্ট আধার নম্বরের জন্য নাম, রাজ্য, বয়স, লিঙ্গ বা অন্যান্য তথ্য স্ক্রিনে দেখাবে। যদি এইসব তথ্য দেখায় তাহলে আপনার কাছে যে আধার নম্বর বা কার্ডটি রয়েছে তা আসল।
  8. এছাড়াও আধার কার্ডে থাকা QR কোড স্ক্যান করে অফলাইনেই আধার কার্ডের বৈধতা যাচাই করে নিতে পারেন।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla