AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কালো করে দেওয়া হল Air India-র প্রোফাইল, মৃত্যু মিছিলে বড় কথা শোনাল Tata-রা!

Air India: ভেঙে পড়া এই বিমান নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপ। ইতিমধ্যে টুইটারের প্রোফাইল ফটো ও ব্যানার ইমেজ কালো করে শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।

কালো করে দেওয়া হল Air India-র প্রোফাইল, মৃত্যু মিছিলে বড় কথা শোনাল Tata-রা!
| Updated on: Jun 12, 2025 | 5:46 PM
Share

আমেদাবাদের কাছে মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। এটি ছিল আমেরিকান সংস্থা বোয়িংয়ের তৈরি ৭৮৭ ড্রিমলাইনার বিমান। এই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ভেঙে পড়া এই বিমান নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপ। ইতিমধ্যে টুইটারের প্রোফাইল ফটো ও ব্যানার ইমেজ কালো করে শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। সাদাকালো করে দেওয়া হয়েছে সংস্থার ওয়েবসাইটও।

দুর্ঘটনার পরপরই টুইট করে দুর্ঘটনার কথা জানায় এয়ার ইন্ডিয়া। তারপরই টাটা গ্রুপের তরফে টুইট করে দুঃখ প্রকাশ করেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন. চন্দ্রশেখরণ। এই টুইটে তিনি আরও জানান, টাটা গ্রুপের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হল এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের ও তাঁদের পরিবারের পাশে থাকা।

“দুর্ঘটনাস্থলের জরুরি পরিষেবা প্রদানকারী দলগুলোকে সাহায্য করার জন্য ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করার জন্য আমাদের ক্ষমতার মধ্যে যতটা করা সম্ভব, করছি আমরা”, টুইটে বলছে এন চন্দ্রশেখরণ।

বিকাল ৩টে বেজে ২৬ মিনিটে দ্বিতীয় টুইট করে এয়ার ইন্ডিয়া। সেই টুইটে তারা জানিয়েছে এই বিমানে ১৬৯ ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে একটি হটলাইন চালু করেছে। যার নম্বর 1800 5691 444। এ ছাড়াও তারা জানিয়েছে, এই বিষয়ে যথাযথ তদন্ত শুরু হয়েছে।