AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flight Fare Offer: মাত্র ১৬০০ টাকাতেই মিলবে অযোধ্যা যাওয়ার বিমানের টিকিট, জানুন বিস্তারিত

Ayodhya tourist spot: অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। সমস্ত ধরনের বিমান নামার বন্দোবস্ত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩০ সেপ্টেম্বর অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন। চলতি মাসে বিমান পরিষেবা শুরু হয়েছে। রাম মন্দিরকে কেন্দ্র করে এবার অযোধ্যায় বিদেশি পর্যটকের ভিড় বাড়বে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।

Flight Fare Offer: মাত্র ১৬০০ টাকাতেই মিলবে অযোধ্যা যাওয়ার বিমানের টিকিট, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।
| Updated on: Jan 23, 2024 | 6:01 AM
Share

অযোধ্যা: রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। ২৩ জানুয়ারি, মঙ্গলবার থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাম মন্দিরের দ্বার। রামলালার দর্শন পেতে উদগ্রীব সকলে। ইতিমধ্যে অযোধ্যা যাওয়ার ট্রেন ও বিমানের সমস্ত টিকিট বুকিং হয়ে গিয়েছে। তবু ভক্তদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। এই পরিস্থিতিতে ক্রেতা টানতে বিশেষ অফার দিচ্ছে বিমান সংস্থাগুলি। এবার মাত্র ১৬২২ টাকায় অযোধ্যায় যাওয়ার অফার দিচ্ছে SpiceJet।

২২ জানুয়ারি থেকেই ১৬২২ টাকায় অযোধ্যায় যাওয়ার টিকিট দিতে শুরু করেছ SpiceJet। এই অফার প্রায় এক সপ্তাহ অর্থাৎ ২৮ জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে। এই অফারে ২২ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণ করা যাবে।

ডিসকাউন্ট প্রদান

SpiceJet ছাড়া অন্যান্য এয়ারলাইন্সও বিশেষ ছাড় ঘোষণা করেছে। যেমন, SpiceMax কোম্পানি ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। এই অফারটি মুম্বাই-গোয়া, দিল্লি-জয়পুর এবং গুয়াহাটি-বাগডোগরার মতো জনপ্রিয় অভ্যন্তরীণ রুটেও পাওয়া যেতে পারে। ১ ফেব্রুয়ারি থেকে দেশের অনেক শহর থেকে অযোধ্যায় ফ্লাইট চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বিমান সংস্থা। চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, পটনা, দারভাঙ্গা, দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু থেকে অযোধ্যায় সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে।

প্রসঙ্গত, অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। সমস্ত ধরনের বিমান নামার বন্দোবস্ত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩০ সেপ্টেম্বর অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন। চলতি মাসে বিমান পরিষেবা শুরু হয়েছে। রাম মন্দিরকে কেন্দ্র করে এবার অযোধ্যায় বিদেশি পর্যটকের ভিড় বাড়বে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। প্রতিদিন দুই থেকে তিন লাখ মানুষ অযোধ্যায় আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।