UPI New Facility: নতুন ফিচার আসছে UPI-তে, এবার থেকে প্রয়োজন ফুরোবে ক্রেডিট কার্ডের

UPI: রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি জানিয়েছে, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI আগামী দিনে দেশের সব ব্যাঙ্কের প্রি অ্যাপ্রুভড ক্রেডিট লাইনের সঙ্গে যুক্ত থাকবে।

UPI New Facility: নতুন ফিচার আসছে UPI-তে, এবার থেকে প্রয়োজন ফুরোবে ক্রেডিট কার্ডের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 6:30 AM

নয়া দিল্লি: ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহারের দিন কি এবার ফুরিয়ে আসছে? কারণ, আগামী দিনে এক নতুন ব্যবস্থা আসছে। ক্রেডিট লাইন (Credit Line)। এবার থেকে অগ্রিম টাকা পাওয়ার জন্য আর শুধু ক্রেডিট কার্ড নয়, ক্রেডিট লাইনও ব্যবহার করা যাবে। এই ক্রেডিট লাইন হল একটি নতুন ব্যবস্থা। এটি অনেকটা ক্রেডিট কার্ডের মতোই এবং এর মাধ্যমে অনলাইনে ঋণ হিসেবে অগ্রিম টাকা পাওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি জানিয়েছে, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI আগামী দিনে দেশের সব ব্যাঙ্কের প্রি অ্যাপ্রুভড ক্রেডিট লাইনের সঙ্গে যুক্ত থাকবে। এই নতুন ইউপিআই বিধি কার্যকর হলে, অনলাইনেই ইউপিআই সিস্টেম থেকে ঋণ পাওয়া যাবে।

কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

এই ক্রেডিট লাইন সিস্টেম পুরোদস্তুর চালু হয়ে গেলে ব্যবহারকারীদের সুবিধা অনেক বাড়বে। যেমন, তাঁদের আর আলাদা আলাদা কার্ড সঙ্গে রাখতে হবে না। মোবাইলে থাকা ইউপিআই থেকেই গোটা কাজ তাঁরা করতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকদের সময়ই বাঁচবে অনেকটা। কারণ, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলে, তা পেতে অনেক সময়েই বেশ কিছুটা সময় লেগে যায়। কিন্তু ক্রেডিট লাইনের ক্ষেত্রে অনুমোদনের পরই এর থেকে সুবিধা পাওয়া যাবে।

প্রসঙ্গত, ইউপিআই সিস্টেম প্রথম আসে ২০১৬ সালে। গোটা বিশ্বে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে এক বিপ্লব নিয়ে এসেছে এই ব্যবস্থা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর সুযোগ এনে দিয়েছে ইউপিআই সিস্টেম। তার আগে ছিল ডিজিটাল ওয়ালেট। সেখানে আবার ওয়ালেটের জন্য কেওয়াইসি করা ছিল এক ঝক্কির ব্যাপার। তবে ইউপিআই সিস্টেম আসার পর গোটা ব্যবস্থাটাই বদলে গিয়েছে। এবার আরও একটি নতুন ফিচার আসছে ইউপিআইতে। আগামী দিনে ইউপিআই সিস্টেম থেকেই গ্রাহকরা পেয়ে যাবেন ঋণের সুবিধা। আর এই ক্রেডিট লাইন একবার পুরোদস্তুর চালু হয়ে গেলে, ক্রেডিট কার্ডের উপর মানুষের নির্ভরশীলতাও অনেকখানি কমবে বলে মত ওয়াকিবহাল মহলের।