Patanjali Share: শেয়ার বাজারে লাগাতার রক্তক্ষরণের মধ্যেও ছুটছে পতঞ্জলির শেয়ার

Patanjali on Share Market: পরিসংখ্যান বলছে, ২০ জানুয়ারি কোম্পানির বাজারমূল্য ছিল ৫৪,৬০৮.৯৮ কোটি টাকা। মাত্র তিন দিনের ব্যবধানে ২৩ জানুয়ারি বাজার বন্ধ হওয়া পর্যন্ত তা বেড়ে চলে যায় ৫৫,৬৭৫.০৫ কোটি টাকায়। অর্থাৎ, বাজারের এই টালমাটাল পরিস্থিতিতেও পতঞ্জলির বাজারমূল্য বেড়েছে প্রায় ১,০৬৬.০৭ কোটি টাকা।

Patanjali Share: শেয়ার বাজারে লাগাতার রক্তক্ষরণের মধ্যেও ছুটছে পতঞ্জলির শেয়ার

Jan 25, 2026 | 5:15 PM

কলকাতা: ভাল নেই শেয়ার বাজারের মুড। টানা পতনের মধ্যেও গত সপ্তাহে অভাবনীয় সাফল্য দেখা গিয়েছে পতঞ্জলি ফুডসের (Patanjali Foods) শেয়ারে। যেখানে সেনসেক্স এবং নিফটির মতো প্রধান সূচকগুলি ক্রমশ নিম্নমুখী, সেখানে উল্টো পথে হেঁটে বিনিয়োগকারীদের গত তিন দিনে ১,০০০ কোটি টাকারও বেশি মুনাফা এনে দিয়েছে যোগগুরু রামদেবের এই কোম্পানি। তাতেই উচ্ছ্বসিত বিনিয়োগকারীরা। যা দেখে অনেকেই বলছেন একেবারে যেন বাজারের বিপরীত ট্রেন্ডে দৌড় দিতে শুরু করেছে পতঞ্জলি।

গত ২০ জানুয়ারি পতঞ্জলি ফুডসের শেয়ার ৫০২ টাকায় বন্ধ হয়েছিল। এরপর ২১, ২২ এবং ২৩ জানুয়ারি, টানা তিনদিন শেয়ারের দাম ক্রমশই উপরের দিকে উঠেছিল। শুক্রবার লেনদেন শেষে ১.৯৫ শতাংশ বৃদ্ধি দেখা যায় সামগ্রিক দামে। শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫১১.৮০ টাকায়। এমনকি শুক্রবার একটা সময় তো শেয়ারের  দাম ৫১৫ টাকার গণ্ডিও ছাপিয়ে যায়। 

পরিসংখ্যান বলছে, ২০ জানুয়ারি কোম্পানির বাজারমূল্য ছিল ৫৪,৬০৮.৯৮ কোটি টাকা। মাত্র তিন দিনের ব্যবধানে ২৩ জানুয়ারি বাজার বন্ধ হওয়া পর্যন্ত তা বেড়ে চলে যায় ৫৫,৬৭৫.০৫ কোটি টাকায়। অর্থাৎ, বাজারের এই টালমাটাল পরিস্থিতিতেও পতঞ্জলির বাজারমূল্য বেড়েছে প্রায় ১,০৬৬.০৭ কোটি টাকা। তাতেই খুশির জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে। এদিকে যে সময় পতঞ্জলি এই বিশাল লাভের মুখ দেখছে সেই একই সময়ে শেয়ার বাজারে কিন্তু রক্ষক্ষরণ চলতেই থেকেছে। গত ২০ জানুয়ারি সেনসেক্স ছিল ৮২,১৮০.৪৭ পয়েন্টে। ২৩ জানুয়ারি ০.৭৮ শতাংশ কমে ৮১,৫৩৭.৭০ পয়েন্টে চলে যায়। একইভাবে নিফটিও ০.৭৩ শতাংশ কমে যায়। বন্ধ হয় ২৫,০৪৮.৬৫ পয়েন্টে।