AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratan Tata: চরম বিপদ, অমিতাভ বচ্চনের থেকে টাকা ধার নিতে হয়েছিল রতন টাটাকে!

Ratan Tata-Amitabh Bachchan: রতন টাটার মৃত্যুর খবর শুনে চমকে গিয়েছিলেন অমিতাভ বচ্চনও। তাঁর সঙ্গে রতন টাটার পরিচয়, সম্পর্কের সমীকরণ নিয়ে নানা আবেগঘন কথা ভাগ করে নিয়েছিলেন বিগ বি। সেখানেই উঠে এসেছিল এই টাকা ধার করার প্রসঙ্গ। কী ঘটেছিল?

Ratan Tata: চরম বিপদ, অমিতাভ বচ্চনের থেকে টাকা ধার নিতে হয়েছিল রতন টাটাকে!
রতন টাটার সঙ্গে অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।Image Credit: Instagram
| Updated on: Jul 11, 2025 | 8:16 AM
Share

নয়া দিল্লি: রতন টাটা। নামটাই যথেষ্ট। দেশবাসীর কাছে তিনি শুধু একজন শিল্পপতি ছিলেন না। তিনি ছিলেন এক অদ্ভুত আবেগ। তাঁর জনকল্যাণমূলক কাজই তাঁকে উদ্যোগপতি বা আরও বড় কিছুর পরিচয় এনে দিয়েছিল। তবে এক সময়ে রতন টাটার কাছে ছিল না কোটি কোটি টাকা। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের কাছ থেকে তাঁকে ধার নিতে হয়েছিল টাকা।

গত বছর ৯ অক্টোবর প্রয়াত হন রতন টাটা। তাঁর মৃত্যুতে গোটা দেশজুড়েই শোকের ছায়া নেমেছিল। রতন টাটার মৃত্যুর খবর শুনে চমকে গিয়েছিলেন অমিতাভ বচ্চনও। তাঁর সঙ্গে রতন টাটার পরিচয়, সম্পর্কের সমীকরণ নিয়ে নানা আবেগঘন কথা ভাগ করে নিয়েছিলেন বিগ বি। সেখানেই উঠে এসেছিল এই টাকা ধার করার প্রসঙ্গ। কী ঘটেছিল?

কৌন বানেগা ক্রোড়পতির ১৬ তম সিজনে রতন টাটার জন্য উৎসর্গ করা একটি এপিসোডে এই কাহিনি ভাগ করে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছিলেন, কয়েক বছর আগে একবার লন্ডনের হিথরো বিমানবন্দরে রতন টাটার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। একই বিমানে ছিলেন তাঁরা। হিথরো বিমানবন্দরে রতন টাটাকে নিতে আসার কথা ছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে কাউকে খুঁজে পাচ্ছিলেন না তিনি।

এরপরে যা হয়, তাতে অবাক হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। কাউকে না পেয়ে রতন টাটা একটি পাবলিক ফোন বুথে যান ফোন করতে। তবে কয়েক মুহূর্তেই তিনি ফিরে আসেন এবং অত্যন্ত নম্রভাবে অমিতাভ বচ্চনকে ডেকে বলেন, “অমিতজি, আমি কি আপনার থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে খুচরো পয়সা নেই ফোন করার জন্য।”

রতন টাটার মতো একজন ব্যক্তিত্ব, যিনি দেশের অন্যতম ধনী ব্যক্তি, তাঁর কাছ থেকে এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, “ওঁর নম্রতা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কী সরল, সাধারণ একজন মানুষ ছিলেন। আমি কখনও ওই মুহূর্ত ভুলব না।”