Bank Holiday List: অর্থবর্ষের শেষ মাসে ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে? কোন কোন দিন এড়িয়ে যাবেন, জেনে নিন
Bank Holiday List in March: ১ মার্চ মহাশিবরাত্রি থাকায়, আগরতলা, চেন্নাই, গ্যাঙ্টক, গুয়াহাটি, ইম্ফলস কলকাতা, নয়া দিল্লি, পানাজি, পটনা ও শিলং বাদে বাকি প্রায় সমস্ত রাজ্যের শহরগুলিতেই ব্যাঙ্ক ছুটি থাকবে।
নয়া দিল্লি: সপ্তাহের প্রথম দিন হলেও, মাসের শেষদিন আজ। আগামিকাল থেকেই নতুন মাস শুরু হচ্ছে। চলতি অর্থবর্ষের শেষ মাস মার্চ (March)। তাই এই মাসে ব্যাঙ্কের (Bank) একাধিক কাজ থাকবে। তবে মার্চ মাসেও ১৩দিন বন্ধ থাকবে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের জন্য বেশ কয়েকটি জাতীয় ছুটি থাকার পাশাপাশি বিভিন্ন রাজ্যেও আলাদাভাবে বেশ কয়েকটি ছুটি (Bank Holiday) রয়েছে। তাই গুরুত্বপূর্ণ কাজ সারার জন্য এই দিনগুলিতে এড়িয়েই ব্য়াঙ্কে যান।
রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ক্যালেন্ডার অনুযায়ীই পরিচালিত হয় ভারতীয় ব্যাঙ্কগুলি। প্রতি মাসেই প্রত্যেক রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। এছাড়াও নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের অধীনে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানেও ব্য়াঙ্কের ছুটি থাকে। এবারেও রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, মার্চ মাসে মোট ১৩দিন ছুটি থাকছে ব্যাঙ্কগুলিতে। ব্যাঙ্কের যাবতীয় হিসাব করার জন্যও ছুটি থাকবে।
১ মার্চ মহাশিবরাত্রি থাকায়, আগরতলা, চেন্নাই, গ্যাঙ্টক, গুয়াহাটি, ইম্ফলস কলকাতা, নয়া দিল্লি, পানাজি, পটনা ও শিলং বাদে বাকি প্রায় সমস্ত রাজ্যের শহরগুলিতেই ব্যাঙ্ক ছুটি থাকবে। অন্যদিকে, ৩ মার্চ গ্যাঙ্টকে ছুটি থাকবে লোসার উৎসবের জন্য। আইজলে চাপচারকুট উৎসব উপলক্ষে ৪ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলিকা দহনের জন্য আগামী ১৭ মার্চ দেহরাদুন, রাঁচী, লখনউ ও কানপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ মার্চ হোলির জন্য ভূবনেশ্বর, ইম্ফল ও পটনায় ব্যাঙ্ক বন্ধ খাকবে।
মার্চ মাসে কোন কোন দিন ছুটি থাকবে, একনজরে দেখে নিন-
১. ১ মার্চ: মহাশিবরাত্রি উপলক্ষে মাসের প্রথম দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ৩ মার্চ: লোসার উৎসবের জন্য গ্যাঙ্টকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ৪ মার্চ: চাপচার কুট উৎসব উপলক্ষে এদিন আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ১৭ মার্চ: হোলিকা দহন উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ১৮ মার্চ: হোলি ও দোলযাত্রা উপলক্ষে সমস্ত রাজ্যেই ব্যঙ্ক বন্ধ থাকবে।
৬. ১৯ মার্চ: হোলি উপলক্ষেই দ্বিতীয় দিনও একাধিক রাজ্যই ব্যাঙ্ক বন্ধ রাখা হবে।ট
৭. ২২ মার্চ: বিহার দিবস উপলক্ষে বিহারের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
শনিবার ও রবিবার উপলক্ষে ছুটি:
৬ ১৩, ২০, ২৭ মার্চ রবিবার পড়ায় এই দিনগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকবে। এছাড়া ১২ মার্চ ও ২৬ মার্চ দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় দেশজুড়েই ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন: Nirmala Sitharaman: ইউক্রেন-রাশিয়া সংঘাত ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ, আশঙ্কা প্রকাশ নির্মলার