AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance takes on Future: খুচরো ব্যবসার ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করল রিলায়্যান্স, কর্মসংস্থানেরও সুযোগ

Reliance Retail: এই ঘটনার পর বাড়িওয়ালাদের সঙ্গে রিলায়েন্সের একটি চুক্তিও হয়েছিল এবং ফিউচার রিটেলের বিভিন্ন পরিসরগুলিতে আংশিকভাবে লিজ নেয় মুকেশ অম্বানির সংস্থা।

Reliance takes on Future: খুচরো ব্যবসার ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করল রিলায়্যান্স, কর্মসংস্থানেরও সুযোগ
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 7:31 PM
Share

নয়া দিল্লি: শনিবার থেকে ফিউচার রিটেল স্টোরের (Future Retail Store) যাবতীয় অপারেশন নিজেদের হাতে তুলে নিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। পাশাপাশি ফিউচারের সব কর্মচারীকে চাকরি অফারও দিয়েছে মুকেশ অম্বানির (Mukesh Ambani) সংস্থা। এমনকি কিশোর বিয়ানির নেতৃত্বাধীন সংস্থাটি অ্যামাজ়নের সঙ্গে দ্বন্দ্বের কারণে আটকে রয়েছে এবং সেই নিয়ে আদালতে মামলাও চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রিলায়্যান্স ইতিমধ্যে ফিউচার রিটেলের আওতাধীন বিভিন্ন সংস্থাতে ইতিমধ্যে নিজেদের হাতে তুলে নেওয়া প্রক্রিয়া শুরু করেছে রিলায়েন্স। বিগ বাজারের মতো রিটেল চেইনও এবার রিলায়্যান্সের নামেই নামকরণ হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ফিউচার রিটেলের কর্মচারীদের ইতিমধ্যেই চাকরির প্রস্তাব দিয়েছে মুকেশ অম্বানির সংস্থা এবং তাদেরকে রিলায়েন্সের পেরোলে রাখা হবে বলেই জানা গিয়েছে। ২০২০ সালের অগস্ট মাসেই রিলায়্যান্সের ফিউচার রিটেল অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল। ফিউচার রিটেল ভাড়া দিতে অক্ষম হওয়ায় বেশ কিছু বাড়িওয়ালা রিলায়েন্সের কাছে গিয়েছিলেন।

এই ঘটনার পর বাড়িওয়ালাদের সঙ্গে রিলায়্যান্সের একটি চুক্তিও হয়েছিল এবং ফিউচার রিটেলের বিভিন্ন পরিসরগুলিতে আংশিকভাবে লিজ নেয় মুকেশ অম্বানির সংস্থা। রিলায়্যান্স জানিয়েছিল, মসৃণভাবে ব্যবসা চালানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফিউচার রিটেলের যে স্টোরগুলি রিলায়্যান্স অধিগ্রহণ করছে, সবগুলির ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছিল। লাভজনক রিটেল স্টোরগুলি এখনও ফিউচার রিটেলই চালাবে বলে মনে করা হচ্ছে। ফলে ফিউচার রিটেলের ক্ষতির পরিমাণ কমবে। যদিও ফিউচার রিটেলের কতগুলি স্টোর এখন থেকে রিলায়েন্স চালাবে সেটা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

সূত্রের খবর, মূল্যায়নের মাধ্যমে রিলায়েন্স এমন স্টোরগুলিকেই ব্যবহার করে যেগুলি বাণিজ্যিকভাবে লাভবান হবে। সেই কারণে ফিউচারের প্রায় ৩০ হাজার জন কর্মচারীকে পুনরায় নিয়োগ করবে রিলায়্যায়েন্স। রিলায়্যান্স তাদের নিয়োগ না করলে তাদের কর্মহীন হয়ে পড়ার সম্ভাবনাও প্রবল। ২০২০ সালের অগস্ট মাসে কিশোর বিয়ানির ফিউচার গ্রুপ জানিয়েছিল যে তাদের সঙ্গে রিলায়্যান্সের ২৪ হাজার ৭১৩ কোটির টাকার একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী ফিউচারের খুচরো ব্যবসা রিলায়েন্সের হস্তান্তরিত হবে।

আরও পড়ুন  Russia-Ukraine Conflict: কিয়েভ দখলে মারাত্মক কৌশল! ইউক্রেনিয়ান সেনার পোশাকে ওঁরা কারা?

আরও পড়ুন  Russia-Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী, আশঙ্কার কথা শোনালেন ফরাসি প্রেসিডেন্ট