Fixed Deposit: স্থায়ী আমানতেই এবার হতে পারেন মালামাল, বড় সিদ্ধান্ত ব্যাঙ্কের

Fixed Deposit: ৮০ বছর কিংবা তার বেশি বয়সী নাগরিকদের জন্য'আইডিবিআই চিরঞ্জীবী সুপার সিনিয়র সিটিজেন এফডি' চালু করেছে আইডিবিআই ব্যাঙ্ক। স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্কের নির্দিষ্ট যে সুদের হার, তার চেয়ে ৬৫ বেসিস পয়েন্ট পাওয়া যাবে এই স্কিমে।

Fixed Deposit: স্থায়ী আমানতেই এবার হতে পারেন মালামাল, বড় সিদ্ধান্ত ব্যাঙ্কের
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 14, 2025 | 9:10 PM

মুম্বই: সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগের ধরন বদলাচ্ছে। একসময় বিনিয়োগকারীদের ভরসাস্থল ছিল ব্যাঙ্কে স্থায়ী আমানত(FD)। তথ্য বলছে, বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ক্রমশ বাড়ছে। তার সঙ্গে কমছে স্থায়ী আমানতে বিনিয়োগের পরিমাণ। এবার আমানতকারীদের আকর্ষণ করতে বড় পদক্ষেপ করল একাধিক ব্যাঙ্ক। স্থায়ী আমানতে সুদের হার বাড়াল।

ব্যাঙ্কে নগদের পরিমাণ বাড়াতে পদক্ষেপ করছে ব্যাঙ্কগুলি। এর জন্য স্থায়ী আমানতে সুদের হার বাড়াল একাধিক ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়াল আইডিবিআই ব্যাঙ্ক।

৮০ বছর কিংবা তার বেশি বয়সী নাগরিকদের জন্য’আইডিবিআই চিরঞ্জীবী সুপার সিনিয়র সিটিজেন এফডি’ চালু করেছে আইডিবিআই ব্যাঙ্ক। স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্কের নির্দিষ্ট যে সুদের হার, তার চেয়ে ৬৫ বেসিস পয়েন্ট পাওয়া যাবে এই স্কিমে। সিনিয়র সিটিজেন স্কিমের চেয়েও এই স্কিমে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বেশি।

এই খবরটিও পড়ুন

আইডিবিআই ব্যাঙ্কের এই স্কিমে ৫৫৫ দিনের জন্য টাকা রাখলে ৮.০৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ৩৭৫ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৭.৯ শতাংশ। ৪৪৪ দিনের জন্য সুদের হার ৮ শতাংশ। এবং ৭০০ দিনের জন্য এই স্কিমে স্থায়ী আমানতে সুদের হার ৭.৮৫ শতাংশ। সোমবার (১৩ জানুয়ারি) থেকে এই স্কিম চালু হয়েছে।

বিনিয়োগকারীদের টানতে স্থায়ী আমানতে বড় পদক্ষেপ করেছে ব্যাঙ্ক অব বরোদাও। জরুরি আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে আমানতকারী সম্পূর্ণ স্থায়ী আমানত বন্ধ না করে আংশিক টাকা তুলতে পারবেন। স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যতবার খুশি আংশিক টাকা তোলা যাবে। ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত স্থায়ী আমানত করা যাবে। ন্যূনতম ৫ হাজার টাকা স্থায়ী আমানত করতে পারেন আমানতকারীরা।

ব্যাঙ্কের নির্দিষ্ট সুদের হারের চেয়ে সিনিয়র ও সুপার সিনিয়র নাগরিকরা বাড়তি সুদ পাবেন। ৩ বছর পর্যন্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে অতিরিক্ত ০.৫ শতাংশ সুদের হার পাবেন সিনিয়র নাগরিকরা। তিন বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে সিনিয়র নাগরিকরা ০.৬ শতাংশ অতিরিক্ত সুদের হার পাবেন। আর সুপার সিনিয়র নাগরিকরা (৮০ কিংবা তার বেশি বয়সী) এক বছরের বেশি স্থায়ী আমানত করলে অতিরিক্ত ০.১ শতাংশ সুদের হার পাবেন।