AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এত সস্তা AC! ৫৪ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে TATA, জেনে নিন দামের তালিকা

AC Price: এবার এসি-র উপর মিলছে ছাড়। TATA-র সংস্থা ক্রোমা থেকে এসি কিনলে পাওয়া যাবে এই ছাড়। জেনে নিন কোন এসি-তে কত টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এত সস্তা AC! ৫৪ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে TATA, জেনে নিন দামের তালিকা
| Updated on: Jun 13, 2025 | 6:48 PM
Share

নয়া দিল্লি: বর্ষা এসে গেলেও তাপমাত্রা কমছে না। বিশেষত দিনের বেলা রোদের মাত্রা যখন বেশি থাকে, তখন পাল্লা দিয়ে বাড়ে তাপমাত্রাও। কোথাও কোথাও ৪০ ডিগ্রি পার করে যাচ্ছে তাপমাত্রা। তাই প্রতি বছর এসি কেনার প্রবণতা বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এসি-র দাম। এবার এসি-র উপর মিলছে ছাড়। TATA-র সংস্থা ক্রোমা থেকে এসি কিনলে পাওয়া যাবে এই ছাড়। জেনে নিন কোন এসি-তে কত টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

 LG 6 in 1 Convertible 1.5 Ton 3 Star Dual Inverter Split AC

এই সংস্থার দেড় টনের স্প্লিট এসির রেটিং ৩ স্টার। এর আসল দাম ৫৮,৪০০ টাকা। এই এসি-তে ৩৬ শতাংশ ছাড় মিলছে। অর্থাৎ দাম হচ্ছে ৩৭,৪৯০ টাকা।

VOLTAS 163V Vectra Pearl 4 in 1 Convertible 1.3 Ton 3 Star Inverter Split AC

২০২৫-এ বাজারে এসেছে এলজি-র সিক্স ইন ওয়ান কনভার্টেবল দেড় টনের এসি। এটিও ৩ স্টার। ক্রোমার ওয়েবসাইট বলছে, এই এসি-তে ৫৪ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। দাম ৭৮,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ৩৫,৯৯০।

VOLTAS 163V Vectra Pearl 4 in 1 Convertible 1.3 Ton 3 Star Inverter Split AC

ভলটাস সংস্থার এই এসি ১.৩ টনের। এটিও ৩ স্টার যুক্ত। এতে রয়েছে অ্যান্টি-ডাস্ট ফিল্টার। এই এসি-র দাম ৬০,৩৬৩ টাকা। ৫১ শতাংশ ছাড় দেওয়ার পর এসির দাম হচ্ছে ২৯,৯৯০ টাকা।

Godrej 5 in 1 Convertible 1.5 Ton 3 Star Inverter Split AC

দেড় টনের এই স্প্লিট এসি বর্তমানে অনেকেই বাড়ি বা অফিসে ব্যবহার করছেন। এই এসির দাম ৪৫,৯৯০ টাকা হলেও ক্রোমায় ৩২ শতাংশ ছাড়ে ৩১,০৯০ টাকাতেই পাওয়া যাচ্ছে।