Explained on Middle Class & Income Tax: নির্মলার বাজেট বদলে দিল সংজ্ঞা! মধ্যবিত্তকে কীভাবে মাপছে সরকার?
Union Budget 2025 Announcement: ২০২২ সালে PRICE -র সমীক্ষা অনুযায়ী, দেশের মোট জনসংখ্য়ার ৩১ শতাংশই মধ্যবিত্ত। অর্থাৎ প্রায় ৪৩.২ কোটি মানুষ মধ্যবিত্তের গণ্ডিতে পড়েন। ২০৪৬-৪৭ সালের মধ্যে এই সংখ্যা ১০০ কোটি পেরিয়ে যেতে পারে। তখন দেশের ৬১ শতাংশ জনগণই মধ্যবিত্তের গণ্ডিতে পড়বেন।

আজ পেশ হল কেন্দ্রীয় বাজেট। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বলা চলে এটিকে, কারণ ২০২৪ সালে লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। বাজেট ঘোষণার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এটি সাধারণ মানুষের বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও মধ্যবিত্ত মানুষের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন। আয়করের স্ল্যাবে বিরাট পরিবর্তন করা হয়েছে। এবার থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না। এই ঘোষণায় মধ্যবিত্ত স্বস্তি পেয়েছেন বলেই দাবি অর্থনীতিবিদদের। তবে এই মধ্যবিত্ত কারা? এই উত্তরেরই খোঁজ রইল প্রতিবেদনে। মধ্যবিত্ত কারা, কত টাকা আয় হলে কোনও ব্যক্তিকে মধ্যবিত্ত বলে গণ্য করা হয়, এর কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই।...
