e Biggest Crash in Gold-Silver Price: ১৯৮০ সালের পর এই প্রথম একদিনে এত কমল সোনার দাম! ৪ লাখ থেকে সোজা ৩ লাখের নীচে রুপোর দামও - Bengali News | Biggest Crash in Gold Silver Price since 1980's, Silver Fall 27 Percent, Gold Price Drops to 1 Lakh 50 Thousand | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biggest Crash in Gold-Silver Price: ১৯৮০ সালের পর এই প্রথম একদিনে এত কমল সোনার দাম! ৪ লাখ থেকে সোজা ৩ লাখের নীচে রুপোর দামও

Gold-Silver Price in Kolkata on 31 January 2026: চলতি সপ্তাহেই বৃহস্পতিবার চার লাখের গণ্ডি পার করেছিল এক কেজি রুপোর দাম। আ়জ তা প্রায় ৩০ শতাংশ পতন হয়ে ৩ লাখ টাকার নীচে চলে এসেছে। আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৬১ হাজার টাকায়। রুপোর দামও নেমে দাড়িয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৯২২ টাকায় প্রতি কেজিতে। 

Biggest Crash in Gold-Silver Price: ১৯৮০ সালের পর এই প্রথম একদিনে এত কমল সোনার দাম! ৪ লাখ থেকে সোজা ৩ লাখের নীচে রুপোর দামও
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Jan 31, 2026 | 11:21 AM
Share

নয়া দিল্লি: রেকর্ড দাম বৃদ্ধি থেকে রেকর্ড পতন। সোনা-রুপোর দাম (Gold-Silver Price) আকাশছোঁয়া পৌঁছেছিল, সেখান থেকেই বিরাট পতন। ১ লাখ ৭৫ হাজারের গণ্ডি পার করেছিল সোনা, সেই সোনাই আজ দেড় লাখের কাছে নেমে চলে আসল। রুপোর দামেও বিরাট পতন হয়েছে। ১৯৮০ সালের পর এই প্রথমবার সোনা রুপোর দামে একদিনে এতটা পতন হল।

চলতি সপ্তাহেই বৃহস্পতিবার চার লাখের গণ্ডি পার করেছিল এক কেজি রুপোর দাম। আ়জ তা প্রায় ৩০ শতাংশ পতন হয়ে ৩ লাখ টাকার নীচে চলে এসেছে। আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৬১ হাজার টাকায়। রুপোর দামও নেমে দাড়িয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৯২২ টাকায় প্রতি কেজিতে।

আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দাম, আমদানি শুল্ক, কর সহ একাধিক কারণে সোনার দাম বাড়ে বা কমে।

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ৩১ জানুয়ারি ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৬ হাজার ৫৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৬ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা। একদিনে ৮৬ হাজার ২০০ টাকা দাম কমেছে সোনার।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৪ হাজার ৭২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১৪ লক্ষ ৭২ হাজার টাকা। একদিনে ৭৯ হাজার টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২০ হাজার ৪৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৪ হাজার ৪০০ টাকা। একদিনে ৬৪ হাজার ৬০০ টাকা দাম কমেছে।