Share Market Crash: এই মাসেই নাকি পড়বে বাজার? ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন…
Biggest Stock Market Crash in History: ফেব্রুয়ারিতেই নাকি ক্র্যাশ করতে চলেছে শেয়ার বাজার। হাহাকার ছড়িয়ে পড়বে ওয়াল স্ট্রিট থেকে দালাল স্ট্রিটে। এমনই ভবিষ্যতবাণী করেছেন এক বিশেষজ্ঞ।

গত কয়েক মাস ধরেই টালমাটাল অবস্থা শেয়ার বাজারের। তা ক্রমশ নিম্নগামী। আর সেই নিম্নগতিকে তরান্বিত করেছে একাধিক ঘটনা। যার মধ্যে ভারতের জিডিপি হ্রাস, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রেম্পের ফিরে আসা, আমেরিকার ফেডারেল ব্যাঙ্কের রেট কাট ও চিনা আর্টিফসিয়াল ইন্টেলিজেন্স ডিপসিকের উত্থান উল্লেখযোগ্য।
তবে এই পতন নাকি হিমশৈলের চূড়ামাত্র। ফেব্রুয়ারিতেই নাকি ক্র্যাশ করতে চলেছে শেয়ার বাজার। হাহাকার ছড়িয়ে পড়বে ওয়াল স্ট্রিট থেকে দালাল স্ট্রিটে। এমনই ভবিষ্যতবাণী করেছেন এক বিশেষজ্ঞ। জানা গিয়েছে, রিচ ড্যাড পুয়োর ড্যাড বইয়ের লেখক রবার্ট কিয়োসাকি নাকি এই ভবিষ্যৎবাণী করেছেন।
সূত্রের খবর, বিনিয়োগকারীদের জন্য সম্প্রতি তিনি একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি নাকি বলেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে একেবারে ধপাস করে পড়বে বাজার। এটি নাকি ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার মার্কেট ক্র্যাশ হতে চলেছে। এর আগে এত বড় পতন নাকি দেখেনি বাজার। ফলে, তাঁর ভবিষ্যৎবাণী অনুযায়ী বিনিয়োগকারীরা এবার সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন।
রবার্ট কিওসাকি আরও উল্লেখ করেছেন, এই পতন শুধুমাত্র শেয়ার বাজারে আটকে থাকবে এমন নয়। গাড়ি, বাড়ি ও বন্ডে এই পতনের ধাক্কা আসতে পারে। আর সেই কারণেই বিনিয়োগকারীদের সতর্ক করছেন এই বিশেষজ্ঞ। তবে, ফেব্রুয়ারি মাসেই ঠিক কোন সময় এই ধাক্কা আসবে সেই বিষয়ে সঠিক করে কিছু বলেননি রবার্ট।
তবে, বাজারের এই পতনের মধ্যে কীভাবে নিজেদের সম্পদ বাঁচাতে পারেন বিনিয়োগকারীরা, সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি। বিট কয়েন, সোনা ও রুপোয় বিনিয়োগের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তাঁর দৃঢ় বিশ্বাস খারাপ সময়ের মধ্যে এগুলো নিরাপদ বিকল্প হতে চলেছে।
