AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goutam Adani: এক দিনে বিপুল সম্পত্তি বৃদ্ধি, কোটিপতিদের তালিকার প্রথম কুড়িতে গৌতম আদানি

ঙ্গলবার গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৬৫০ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫৪ হাজার ১৫৬ কোটি টাকা। এর জেরে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার প্রথম কুড়িতে এলেন আদানি। ব্লুমবার্গ বিলিওনারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই তালিকার ১৯ তম স্থানে রয়েছেন তিনি।

Goutam Adani: এক দিনে বিপুল সম্পত্তি বৃদ্ধি, কোটিপতিদের তালিকার প্রথম কুড়িতে গৌতম আদানি
গৌতম আদানিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 12:05 AM
Share

নয়াদিল্লি: হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সম্পত্তি ফের বাড়তে শুরু করেছে। এর জেরে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম ২০ জনের মধ্যে ফের জায়গা করে নিলেন গৌতম আদানি। মঙ্গলবার গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৬৫০ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫৪ হাজার ১৫৬ কোটি টাকা। এর জেরে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার প্রথম কুড়িতে এলেন আদানি। ব্লুমবার্গ বিলিওনারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই তালিকার ১৯ তম স্থানে রয়েছেন তিনি।

এক দিনে বিপুল অঙ্কের সম্পত্তি বৃদ্ধির জেরে গৌতম আদানি পিছনে ফেলেছেন জুলিয়া ফ্লেশার কোচ অ্যান্ড ফ্যামিলি, চিনের ঝং শানশান এবং আমেরিকার চার্লস কোচকে। সম্পত্তির পরিমাণ বেড়ে আদানির কোটিপতিদের তালিকায় এগিয়ে এলেও গত বছরের এই সময়ের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ এখনও কমই রয়েছে। আদানির গোষ্ঠীর শেয়ার সংক্রান্ত হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসতেই আদানির শেয়ারদর হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছিল। এর জেরে গৌতম আদানির সম্পত্তির পরিমাণও কমেছিল। কিন্তু আমেরিকার শর্ট সেলিং সংস্থার রিপোর্টের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িতে শুরু করে আদানি গোষ্ঠী। বাড়তে থাকে শেয়ার দরও।

কোটিপতিদের তালিকার আদানি ছাড়াও ভারতীয় হিসাবে রয়েছেন মুকেশ অম্বানী। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, অম্বানী রয়েছেন ১৩তন স্থানে। অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ ৮৯৫০ কোটি ডলার। ২০২৩ সালে তাঁর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ২৩৪ কোটি ডলার।