লাভের টাকায় ফুলে ফেঁপে উঠেছে, ৯ শেয়ার পিছু আরও ৪টে করে শেয়ার ইস্যু করল সংস্থা
Share Market: সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ১১৬ কোটি টাকা। সংস্থার প্রাইস টু আর্ন রেশিও ২০.৬০। বোধি ট্রি মাল্টিমিডিয়া লিমিটেড শেষ ত্রৈমাসিকের রেভেনিউ হয়েছে ১৭ কোটি ৬৪ লক্ষ টাকা।
আজ রাইটস ইস্যু করেছে বোধি ট্রি মাল্টিমিডিয়া লিমিটেড। সংস্থার ৯ শেয়ার পিছু ৪টে করে শেয়ার ইস্যু করেছে তারা। ২৪ মার্চ দিনের শেষে এই সংস্থার শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯ টাকা ৩ পয়সা। এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ১১৬ কোটি টাকা। সংস্থার প্রাইস টু আর্ন রেশিও ২০.৬০। বোধি ট্রি মাল্টিমিডিয়া লিমিটেড শেষ ত্রৈমাসিকের রেভেনিউ হয়েছে ১৭ কোটি ৬৪ লক্ষ টাকা। যদিও তারা প্রফিট করেছে ১ কোটি ৮১ লক্ষ টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।