Car Loan: মাত্র ২ হাজার টাকায় ঘরে আনুন নতুন গাড়ি, সুযোগ দিচ্ছে এই ব্যাঙ্কগুলো
Interest Rate: প্রথমবার গাড়ি কিনুন বা গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি- গাড়ি কেনা আরও সহজ হয়ে যায় কার লোনের সাহায্যে। সাধারণত ৩ থেকে ৫ বছরের মেয়াদ হয় গাড়ির ঋণের, তবে অনেক ক্ষেত্রে ৭ বছর পর্যন্তও ঋণ পাওয়া যায়।

নয়া দিল্লি: সামনেই মার্চ মাস। অর্থবর্ষের শেষেই ইনক্রিমেন্টের অপেক্ষা। রোজ অফিসে যাতায়াতের ক্ষেত্রে বাসে-ট্রেনে যাতায়াত যথেষ্ট কষ্টসাধ্য। অনেকেরই পরিকল্পনা থাকে গাড়ি কেনার, কিন্তু কত খরচ পড়বে, সেই ভয়েই গাড়ি কেনেন না। তবে জানেন কি, মাসিক মাত্র ২ হাজার টাকা খরচেই আপনি নতুন গাড়ি ঘরে আনতে পারেন?
প্রথমবার গাড়ি কিনুন বা গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি- গাড়ি কেনা আরও সহজ হয়ে যায় কার লোনের সাহায্যে। সাধারণত ৩ থেকে ৫ বছরের মেয়াদ হয় গাড়ির ঋণের, তবে অনেক ক্ষেত্রে ৭ বছর পর্যন্তও ঋণ পাওয়া যায়। লোনের মেয়াদ যত বেশি হবে, তার ইএমআই তত কম হয়। ফলে গাড়ি কেনা সাধ্যের মধ্যে চলে আসে।
আপনার যদি গাড়ি কেনার পরিকল্পনা থাকে এবং ঋণ নিতে চান, তবে কোন ব্যাঙ্কে কত সুদ, ইএমআই কত হবে, যাবতীয় তথ্য জেনে নিন এক বছরে-
কানাড়া ব্যাঙ্ক- এই ব্যাঙ্কে গাড়ির ঋণে সুদের হার হয় ৮.৪৫ থেকে ১১.৭০ শতাংশ। সেই হিসাবে ইএমআই পড়বে মাসিক ২০৪৯ টাকা থেকে ২২০৯ টাকা। আপনি যদি চলতি বছরের ৩১ মার্চের মধ্যে গাড়ি কেনেন, তবে প্রসেসিং ফি-তে ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া- এই ব্যাঙ্কে সুদের হার ৮.৪৫ থেকে ১০.২০ শতাংশ। মাসিক ইএমআই পড়বে ২০৪৯ টাকা থেকে ২১৩৫ টাকা। গাড়ি কেনার ক্ষেত্রে প্রসেসিং ফি লাগবে ১০০০ টাকা ও জিএসটি। তবে ইলেকট্রিক গাড়ি কিনলে কোনও প্রসেসিং ফি লাগবে না।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- এই ব্যাঙ্কে সুদের হার ৮.৫০ থেকে ৯.৩৫ শতাংশ। মাসিক ইএমআই পড়বে ২০৫২ টাকা থেকে ২০৯৩ টাকা। পাশাপাশি প্রসেসিং ফি লাগবে ০.২৫ শতাংশ। অর্থাৎ ন্যূনতম ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা প্রসেসিং ফি লাগতে পারে।
ইউকো ব্য়াঙ্ক- এই ব্যাঙ্কে সুদের হার ৮.৬০ থেকে ১০.৩৫ শতাংশ। সেক্ষেত্রে ২০৫৬ টাকা থেকে ২১২৭ টাকা ইএমআই লাগবে প্রতি মাসে। গাড়ি কেনার প্রসেসিং ফি পড়বে ০.৫০ শতাংশ (সর্বাধিক ৫০০০ টাকা) ও জিএসটি।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া- এই ব্যাঙ্কে কার লোনে সুদের হার ৯.১০ থেকে ১০.১৫ শতাংশ। সেই হিসাবে মাসিক ইএমআই পড়বে ২০৮১ থেকে ২১৩২ টাকা। তবে কোনও প্রসেসিং ফি লাগবে না।

