BSNL: মাত্র ১ টাকায় ১ জিবি ডেটা, IPL ম্যাচ দেখতে এই প্ল্যানের জুড়ি নেই
BSNL: এই প্ল্যানটি বিশেষভাবে তাদের জন্য সুবিধাজনক যারা অনেক বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে। OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিং করার ক্ষেত্রেও এই প্ল্যানের জুড়ি নেই।

নয়া দিল্লি: টেলিকম সেক্টরে আবারও শিরোনামে বিএসএনএল (BSNL)। ২০২৪ সালের জুলাই মাসে তাদের দুর্দান্ত প্রত্যাবর্তনের পর থেকে, বিএসএনএল ক্রমাগত তাদের মোবাইল নেটওয়ার্ক উন্নত করার ক্ষেত্রে জোর দিয়েছে। সম্প্রতি সংস্থা একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে, বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকেও অবাক করেছে।
এই প্ল্যানটি বিশেষভাবে তাদের জন্য সুবিধাজনক যারা অনেক বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে। OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিং করার ক্ষেত্রেও এই প্ল্যানের জুড়ি নেই।
আইপিএল মরশুমের কথা মাথায় রেখে, বিএসএনএল ২৫১ টাকার একটি বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটি ক্রিকেটপ্রেমীদের জন্য খুবই ভাল। গ্রাহকরা ২৫১ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের মেয়াদ হল ৬০ দিন। অর্থাৎ দু মাস কোনও বাধা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বিএসএনএল এক্স মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, মাত্র ২৫১ টাকায় ২৫১ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে, ৬০ দিন ধরে অবিরাম ক্রিকেট ম্যাচ দেখলেও কোনও সমস্যা হবে না।
তবে এই প্ল্যানটি নেওয়ার আগে জেনে নিতে হবে এতে কলিং বা এসএমএস-এর কোনও সুবিধা নেই। কল বা এসএমএস করতে গেলে আলাদা করে রিচার্জ করতে হবে।





