BSNL-এর ১ টাকায় ৪জি পরিষেবা! আর কী কী অফার পাবেন আপনি?
BSNL 4G: নতুন গ্রাহকদের জন্য রয়েছে নতুন এক আকর্ষণ। আপনি যদি নতুন নতুন বিএসএনএল ব্যবহার করা শুরু করেন, তাহলে মাত্র ১ টাকার টোকেন চার্জে একটি বিশেষ প্ল্যান অ্যাক্টিভেট করতে পারবেন।

১ টাকার রিচার্জ করে আপনি ব্যবহার করতে পারেন ৪জি নেটওয়ার্ক। এমনই একটা প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড। গত, ১৮ অক্টোবর থেকে শুরু হল বিএসএনএলের ‘দিওয়ালি বোনানজা’। এই বিশেষ অফার চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। তাদের মূল লক্ষ্যই হল উৎসবের মরসুমে গ্রাহক টানা।
তবে নতুন গ্রাহকদের জন্য রয়েছে নতুন এক আকর্ষণ। আপনি যদি নতুন নতুন বিএসএনএল ব্যবহার করা শুরু করেন, তাহলে মাত্র ১ টাকার টোকেন চার্জে একটি বিশেষ প্ল্যান অ্যাক্টিভেট করতে পারবেন। এই প্ল্যানে আপনি পাবেন ১ মাসের আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা ও দৈনিক ১০০টি এসএমএস। সিম কার্ডও বিনামূল্যে মিলবে।
বিএসএনএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ রবার্ট জে রবি জানিয়েছেন, গ্রাহকরা যাতে উন্নতমানের ‘মেক-ইন-ইন্ডিয়া’ ৪জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন, তার জন্যই এমন পদক্ষেপ’।
পুরনো গ্রাহকদের জন্যও অফার থাকছে। ১৮ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিএসএনএল অ্যাপ বা ওয়েবসাইট থেকে ১০০ টাকা বা তার বেশি রিচার্জ করলে আপনি ‘ফেস্টিভ্যাল অফ ফরচুন’ নামক লাকি ড্রতেও অংশ নিতে পারবেন। আর, প্রতিদিন এই কন্টেস্টের বিজয়ীরা পাবেন রুপোর মুদ্রা। এছাড়া ‘গিফট আ রিচার্জ’ অপশনেও ২.৫ শতাংশ বোনাস ভ্যালু পাওয়া যাবে।
সিনিয়র সিটিজেনদের অর্থাৎ যাঁদের বয়স ৬০ বছর বা বেশি, তাঁদের জন্য রয়েছে বিশেষ বার্ষিক প্ল্যান। যে প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা মিলবে। পাশাপাশি, ৪৮৫ টাকা ও ১ হাজার ৯৯৯ টাকার রিচার্জে ৫ শতাংশ ছাড় লাভ দেবে বিএসএনএল। যদিও তার অর্ধেক অর্থাৎ, ২.৫ শতাংশ ছাড় আপনি পাবেন আর বাকি ২.৫ শতাংশ সংস্থা বিভিন্ন সামাজিক কাজে দান করবে।
আসলে বিএসএনএল এয়ারটেল ও জিওকে একটা বিরাট ধাক্কা দিতে চেয়েছে। আর সেই কারণেই এমন অফার নিয়ে এসেছে তারা। অন্যদিকে, সংস্থার লক্ষ্য, ২০২৬ সালের মধ্যে দেশজুড়ে ৫জি পরিষেবা চালু করা।
