TDS: প্রবীণ নাগরিকদের দ্বিগুণ ছাড়, ৬ লক্ষ টাকা পর্যন্ত TDS-এ ছাড় ঘোষণা বাজেটে
Union Budget 2025: টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) ও টিসিএসে সহজীকরণ করা হচ্ছে। প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের টিডিএসে করছাড় ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে।

নয়া দিল্লি: আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ঘোষণা খুশি সাধারণ মধ্যবিত্ত মানুষ। তবে শুধু আয়করই নয়, টিডিএসেও বড় বদলের ঘোষণা করা হয়েছে। কী সেই পরিবর্তন জানেন?
এ দিন বাজেট ঘোষণাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) ও টিসিএসে সহজীকরণ করা হচ্ছে। প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের টিডিএসে করছাড় ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে।
বাড়িভাড়ায় টিডিএসের সীমা ২.৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হল। এতে ছোট বাড়ির মালিকরা স্বস্তি পাবেন। টিডিএস জমা দিতে দেরি হলেও শাস্তির মুখে পড়তে হবে না।
টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স)-ও ছাড়ের ঘোষণা করা হয়েছে। রেমিটেন্স ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ করা হল। শিক্ষা খাতে টিসিএস প্রত্যাহার করা হয়েছে।
বাড়ির মালিকদের জন্যও বড় সুখবর রয়েছে। নিজস্ব মালিকানাধীন দুটি সম্পত্তিতে করছাড় পেতে পারেন।

