AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Commercial LPG Cylinder: ফের ১৫৮ টাকা কমল গ্যাস সিলিন্ডারের দাম

১ সেপ্টেম্বর গৃহস্থালীর ব্যবহারের রান্নার গ্যাসের সিলিন্ডার এবং বাণিজ্যিক-ব্যবহারের সিলিন্ডারের দাম আপডেট করেছে। তাতে দেখা যাচ্ছে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫৭ টাকা কমানো হয়েছে।

Commercial LPG Cylinder: ফের ১৫৮ টাকা কমল গ্যাস সিলিন্ডারের দাম
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Updated on: Sep 01, 2023 | 10:25 AM
Share

নয়া দিল্লি: ফের কমাল গ্যাস সিলিন্ডারের দাম। তবে গৃহস্থালীতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের নয়, এবার কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ সেপ্টেম্বর গৃহস্থালীর ব্যবহারের রান্নার গ্যাসের সিলিন্ডার এবং বাণিজ্যিক-ব্যবহারের সিলিন্ডারের দাম আপডেট করেছে। তাতে দেখা যাচ্ছে, নয়া দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫২২.৫০ টাকা। ৪ জুলাই শেষবার এই সিলিন্ডারের দাম বেড়েছিল। তারপর থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছিল ১৬৮০ টাকা। এর আগে ৩০ অগস্ট, গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে নয়া দিল্লিতে ১৪.২ কেজি ওজনের গৃহস্ত এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ৯০৩ টাকা।

প্রতি মাসের প্রথম দিনে বাণিজ্যিক এবং গৃহস্থালী – দুই প্রকারের এলপিজি সিলিন্ডারের মূল্যই সংশোধন করা হয়। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলি ১৯-কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমিয়েছে। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। অগস্টের শুরুতে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯.৭৫ টাকা কমিয়েছিল তেল সংস্থাগুলি। তার আগে জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা বাড়ানো হয়েছিল। এই বৃদ্ধির আগে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরপর দুবার কমানো হয়েছিল। মে মাসে ১৭২ টাকা এবং জুন মাসে ৮৩ টাকা কমানো হয়েছিল।

এদিনের নয়া মূল্য সংশোধনের পর, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৮০ টাকা থেকে কমে ১৫২২.৫০ টাকা হয়েছএ। কলকাতায় গতকাল পর্যন্ত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা। এদিনের দাম কমার পর একই সিলিন্ডার পাওয়া যাবে ১৬৩৬ টাকায়। একইভাবে, মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৪০.৫০ টাকা থেকে কমে হল ১৪৮২ টাকা এবং চেন্নাইয়ে ১৮৫২.৫০ টাকা থেকে কমে হল ১৬৯৫ টাকা। অন্যদিকে, ঘরোয়া এলপিজি সিলিন্ডার দিল্লিতে পাওয় যাচ্ছে ৯০৩ টাকায়। কলকাতায় ৯২৯ টাকায়, মুম্বইয়ে ৯০২.৫০ টাকায় এবং চেন্নাইয়ে ৯১৮.৫০ টাকায়। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা ১০ কোটিরও বেশি মানুষ আগেই ২০০ টাকা ভর্তুকি পেতেন বলে, তাঁরা আরও কম দামে পাবেন ঘরোয়া গ্যাস সিলিন্ডার।