AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China-র কূটনৈতিক পদক্ষেপ, বন্ধ হতে পারে Electric Vehicle থেকে Smartwatch-Earbuds উৎপাদন, বিরাট চাপে পড়তে চলেছে গোটা বিশ্ব!

China Diplomatic Move: ট্রাম্পের পারস্পরিক শুল্কের সমস্যার মধ্যে চিনের এই সিদ্ধান্তে বিরাট সমস্যায় পড়তে পারে গোটা পৃথিবীর সমস্ত দেশই।

China-র কূটনৈতিক পদক্ষেপ, বন্ধ হতে পারে Electric Vehicle থেকে Smartwatch-Earbuds উৎপাদন, বিরাট চাপে পড়তে চলেছে গোটা বিশ্ব!
Image Credit: Getty Images
| Updated on: Jun 10, 2025 | 12:10 AM
Share

চিনের কূটনৈতিক পদক্ষেপ, বন্ধ হতে পারে গাড়ি থেকে স্মার্টওয়াচ-ইয়ারবাড উৎপাদন, বিরাট চাপে পড়তে চলেছে গোটা বিশ্ব!

ভারতের সঙ্গে কয়েকদিন আগেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের। আর সেই অবস্থায় সরাসরি পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছিল চিন। এবার ভারতকে বিপদে ফেলতে চাইছে সেই ড্রাগনের দেশই। আর চিনের এই পদক্ষেপের ফলে বেশ চাপে পড়েছে ভারতের ইলেকট্রিক ভেহিকল ও ইলেকট্রনিক শিল্প।

এই মুহূর্তে চিন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। আর চিনের এই সিদ্ধান্তে হতবাক হয়েছে গোটা বিশ্বই। চিন রেয়ার আর্থ মেটাল রফতানি বন্ধ করে দিয়েছে। এই ধরণের খনিজের ৯০ শতাংশই উৎপাদন করে চিন। আর ট্রাম্পের পারস্পরিক শুল্কের সমস্যার মধ্যে চিনের এই সিদ্ধান্তে বিরাট সমস্যায় পড়তে পারে গোটা পৃথিবীর সমস্ত দেশই।

এই সমস্যা সমাধানে চেষ্টা করছে ভারত। ভারতও সরকার চিনের কর্মকর্তাদের সঙ্গে বার্তালাপ শুরু করেছে। এ ছাড়াও চিন ছাড় যে সব দেশে এই ধরণের খনিজ পদার্থ পাওয়া যায়, তাদের সঙ্গেও আলোচনা করছে নয়া দিল্লি। ভারতীয় আধিকারিকরা বলছেন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে এই ধরণের খনিজ পদার্থ আমদানি করতে পারে ভারত।

তথ্য বলছে, ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোর কাছে এই ধরণের কাঁচামাল যা মজুত রয়েছে তাতে জুনের শেষ পর্যন্ত তাদের চলে যাবে। তারপর সমস্যা বাড়বে গাড়ি প্রস্তুতকারী সংস্থা থেকে ইলেকট্রনিক্স সংস্থা, সকলেরই। বিশেষ করে স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারবাডের উৎপাদন হ্রাস পাবে উল্লেখযোগ্যভাবে