Dollar Vs Rupee Explain: টাকার দাম কেন পড়ছে? কোথায় সমস্যা ভারতের!
Rupee Price Fall: ভূ-রাজনৈতিক সংঘাত, মন্দার ভয় বা আমেরিকায় সুদের হার বৃদ্ধি, দেখা দিলেই এই বিনিয়োগকারীরা দ্রুত টাকা তুলে নিতে শুরু করেন। তারা ভারতীয় টাকাকে ডলারে রূপান্তর করে টাকা বের করে নিলে ডলারের চাহিদা বেড়ে যায়। আর ডলারের চাহিদা বেড়ে যাওয়া মানে টাকার পরিপ্রেক্ষিতে ডলারের দামও বেড়ে যাওয়া।

গত কয়েক মাসে ডলারের তুলনায় অনেকটা দুর্বল হয়ে গিয়েছে টাকার দাম। ১ ডলারের দাম পেরিয়েছে ৯০ টাকার গণ্ডিও। গোটা পৃথিবীর অর্থনীতি যেখানে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে সেখানে টাকার দামে এই পতন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের মনে একটা অদ্ভূত উদ্বেগ সৃষ্টি করছে। কিন্তু কী কারণে এমন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, বাহ্যিক কিছু চাপ ও অভ্যন্তরীণ কিছু দুর্বলতার কারণেই এই সংকট তৈরি হচ্ছে। প্রথমত, আমদানি নির্ভরতা ও ডলারের চাহিদা ভারত একটি আমদানি-নির্ভর দেশ। অপরিশোধিত তেল, ইলেকট্রনিক্স পণ্য, যন্ত্রাংশ ও সোনার মতো পণ্য কেনার জন্য বিপুল পরিমাণ ডলার খরচ করে আমাদের দেশ। আর যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তখনই ভারতের ডলার খরচ বাড়ে লাফিয়ে লাফিয়ে।...
