Domestic air passenger: হাতের মুঠোয় বিমান যাত্রা, বলছে DGCA-র তথ্য
Domestic air passenger: ডিজিসিএ-র তথ্য বলছে, অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে ইন্ডিগো। ফেব্রুয়ারিতে ইন্ডিগোতে ৮৯.৬০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। অর্থাৎ মোট যাত্রীর ৬৩.৭ শতাংশ ইন্ডিগোর বিমানে যাতায়াত করেছেন।

নয়াদিল্লি: ঊর্ধ্বমুখী ভারতের অর্থনীতি। আয় বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে দেশে অভ্যন্তরীণ উড়ানে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ উড়ানে যাত্রী সংখ্যা ১১.০৪ শতাংশ বেড়েছে। তথ্য দিয়ে জানাল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ)।
ডিজিসিএ জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ উড়ানে যাত্রী সংখ্যা ছিল ১২৬.৪৮ লক্ষ (১ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার)। সেখানে চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ উড়ানে যাতায়াত করেছেন ১৪০.৪৪ লক্ষ যাত্রী। অর্থাৎ ১ কোটি ৪০ লক্ষ ৪৪ হাজার যাত্রী।
ডিজিসিএ-র তথ্য বলছে, অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে ইন্ডিগো। ফেব্রুয়ারিতে ইন্ডিগোতে ৮৯.৬০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। অর্থাৎ মোট যাত্রীর ৬৩.৭ শতাংশ ইন্ডিগোর বিমানে যাতায়াত করেছেন।
এই খবরটিও পড়ুন




সেখানে এয়ার ইন্ডিয়ার বিমানে ফেব্রুয়ারিতে যাতায়াত করেছেন ৩৮.৩০ লক্ষ যাত্রী। যা ফেব্রুয়ারিতে মোট অভ্য়ন্তরীণ যাত্রী সংখ্যার ২৭.৩ শতাংশ। ভারতের অভ্যন্তরীণ বিমান পরিষেবার ক্ষেত্রে আরও দুটি বড় বিমান সংস্থা স্পাইসজেট ও আকাশ এয়ার। ফেব্রুয়ারিতে স্পাইসজেটের যাত্রী সংখ্যা ছিল ৪.৫৪ লক্ষ। সেখানে আকাশ এয়ারের যাত্রী সংখ্যা ছিল ৬.৫৯ লক্ষ। সবমিলিয়ে ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ উড়ানে মোট যাত্রী সংখ্যার ৩.২৩ শতাংশ বহন করেছে স্পাইসজেট। আর ৪.৭ শতাংশ যাত্রী যাতায়াত করেছেন আকাশ এয়ারে।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালে বিমানে যাত্রীসংখ্যা ৭ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। মধ্যবিত্ত শ্রেণির সংখ্যা বাড়ায় এবং সাধ্যের মধ্যে বিমানের টিকিটের দাম হওয়ায় বিমান যাত্রীর সংখ্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।





