Trump-এর যুদ্ধ বিরতি ঘোষণা, ১১ হাজার কোটির বেশি লাভ Adani Port-এর, লাফিয়ে বাড়ল শেয়ারের দামও!
Adani Ports & SEZ: ইরান-ইজরায়েলের সংঘাতের সময় এই সংস্থার শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ পড়েছিল। আর যুদ্ধবিরতির ঘোষণা হতেই সংস্থার শেয়ারে একটা দারুন উত্থান দেখা গিয়েছে।

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের (APSEZ) শেয়ারের দাম ২৪ জুন সকালেই বেড়েছে লাফিয়ে। শুরুতেই এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে যায় এই সংস্থার শেয়ারের দাম। শতাংশের বিচারে প্রায় ৫ শতাংশ বেড়েছিল এই সংস্থার শেয়ারের দাম। তারপরবেলা বাড়ার পর সামান্য কমেছে। কিন্তু তার পরও প্রায় ১১ হাজার কোটির লাভ করেছে এই সংস্থায় বিনিয়োগকারীরা।
ইরান-ইজরায়েলের সংঘাতের সময় এই সংস্থার শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ পড়েছিল। আর যুদ্ধবিরতির ঘোষণা হতেই সংস্থার শেয়ারে একটা দারুন উত্থান দেখা গিয়েছে। কিন্তু যুদ্ধের উত্তেজনার আবহে কেন কমেছিল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের (APSEZ) শেয়ারের দাম?
আদানি পোর্টস ২০২৩ সালে ১.১৮ বিলিয়ন ডলারে ইজরায়েলের হাইফা বন্দর কিনে নিয়েছিল। আর এদিকে ইরান সেই হাইফা বন্দরের কাছাকাছি অবস্থিত একটি তেল শোধনাগারকে টার্গেট করে হামলা চালিয়েছিল। আর তা থেকেই বিনিয়োগকারীদের মধ্যে একটি চাঞ্চল্য দেখা দেয়। আর তার ফলেই, বিনিয়োগ তুলে নিতে থাকেন তাঁরা।
উল্লেখ্য, আদানি পোর্টসের বর্তমান মার্কেট ক্যাপ ২ লক্ষ ৯২ হাজার ৫৩৭ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৫১ টাকা ৩৫ পয়সা। পিই রেসিও ২৬.৩৭। যা ইন্ডাস্ট্রি পিইর প্রায় কাছাকাছিই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
