Elon Musk: যুদ্ধ বিধ্বস্ত গাজা-ইজরায়েলে দিয়ে দেবেন সমস্ত উপার্জন, বড় ঘোষণা ইলন মাস্কের
Israel-Hamas War: এর আগেও ইজরায়েল-হামাসের যুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছেন ইলন মাস্ক। গত মাসে যখন যুদ্ধবিধ্বস্ত গাজায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখনও তিনি ঘোষণা করেছিলেন যে স্বীকৃত অলাভজনক সাহায্যকারী সংস্থাগুলিকে ইন্টারনেট পরিষেবা দেবে তাঁর নিজস্ব স্যাটেলাইট সংস্থা স্টারলিঙ্ক।

ক্যালিফোর্নিয়া: পৃথিবীর সবথেকে ধনী মানুষ তিনি। বৈভবের কোনও অভাব নেই, কিন্তু বিপদের সময়ে পাশে দাঁড়াতেও পিছপা হন না। আরও একবার বড় মনের পরিচয় দিলেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। বড় ঘোষণা করলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইজরায়েলের (Israel) হাসপাতালে আর্থিক অনুদান দেবে তাঁর সংস্থা। এক্স হ্যান্ডেলে (টুইটারের নতুন নাম) বিজ্ঞাপন বাবদ যা আয় হবে, পুরো টাকাটাই ইজরায়েলের হাসপাতাল ও যুদ্ধবিধ্বস্ত গাজায় অনুদান (Donation) দেওয়া হবে। এমনটাই জানান ইলন মাস্ক।
বুধবার মধ্য় রাতে নিজেই এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন ইলন মাস্ক। তিনি লেখেন, “বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন বাবদ যা আয় হবে, তা এক্স কর্প গাজা, রেড ক্রস ও ইজরায়েলের হাসপাতালে অনুদান হিসাবে পাঠাবে।”
X Corp will be donating all revenue from advertising & subscriptions associated with the war in Gaza to hospitals in Israel and the Red Cross/Crescent in Gaza
— Elon Musk (@elonmusk) November 21, 2023
এই প্রথম নয়, এর আগেও ইজরায়েল-হামাসের যুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছেন ইলন মাস্ক। গত মাসে যখন যুদ্ধবিধ্বস্ত গাজায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখনও তিনি ঘোষণা করেছিলেন যে স্বীকৃত অলাভজনক সাহায্যকারী সংস্থাগুলিকে ইন্টারনেট পরিষেবা দেবে তাঁর নিজস্ব স্যাটেলাইট সংস্থা স্টারলিঙ্ক। এই স্টারলিঙ্ক বিশ্বের প্রত্যন্ত জায়গায় অত্যন্ত কম খরচে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম।
প্রসঙ্গত, যুদ্ধের জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজাই। সেখানের সবথেকে বড় হাসপাতাল আল শিফায় জ্বালানি ও ওষুধ ফুরিয়ে যাওয়ায় চরম সঙ্কট দেখা দিয়েছে। ইজরায়েলের দাবি, ওই হাসপাতালের ভিতরে পণবন্দিদের আটকে রাখা হয়েছে। হাসপাতালের নীচ থেকে খোঁড়া সুড়ঙ্গ হামাস কম্যান্ডারের বাড়ির সঙ্গে যুক্ত।
