Elon Musk: শূন্য গুনে শেষ করা যাবে না সম্পত্তির অঙ্কে, ফের বিশ্বের সবথেকে ধনী মানুষ ইলন মাস্ক

World's Richest Man: প্রথম স্থান দখলের জন্য লড়াই চলছে ৫১ বছরের ইলন মাস্ক ও ৭৪ বছরের বার্নার্ড আর্নল্ডের মধ্যে। গত ডিসেম্বরে আর্নল্ড প্রথমবার টেসলা কর্তাকে টপকে যান। তবে এপ্রিল মাস থেকেই এলভিএমএইচ সংস্থার শেয়ারে পতন হতে শুরু করে।

Elon Musk: শূন্য গুনে শেষ করা যাবে না সম্পত্তির অঙ্কে, ফের বিশ্বের সবথেকে ধনী মানুষ ইলন মাস্ক
ইলন মাস্ক।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2023 | 9:24 AM

সান ফ্রান্সিসকো: ফের বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা ছিনিয়ে নিলেন ইলন মাস্ক (Elon Musk)। বার্নার্ড আর্নল্ড(Bernard Arnault)-কে টপকে ফের একবার বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান দখল করলেন টেসলা (Tesla) সংস্থার মালিক। ব্লুমবার্গের রিপোর্ট এমনটাই বলছে। চলতি বছরের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বার্নার্ড আর্নল্ড ও ইলন মাস্কের মধ্যে, কে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হবেন, তা নিয়ে। সম্প্রতিই টেসলার শেয়ারের পতন হওয়ায়, ধনীতম ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন। প্রথম স্থানে ছিলেন লাক্সারি টাইকুন বার্নার্ড আর্নল্ড। তবে দিন কয়েক আগেই, প্যারিস ট্রেডিংয়ে এলভিএমএউইচ-র শেয়ারের দরে ২.৬ শতাংশ পতন হওয়ায়, ফের এক নম্বরে চলে এসেছেন টেসলার মালিক ইলন মাস্ক।

ব্লুমবার্গের তরফে প্রতি মাসেই বিশ্বের প্রথম ৫০০ জন ধনীতম ব্যক্তির তালিকা প্রকাশ করে। সেখানেই প্রথম স্থান দখলের জন্য লড়াই চলছে ৫১ বছরের ইলন মাস্ক ও ৭৪ বছরের বার্নার্ড আর্নল্ডের মধ্যে। গত ডিসেম্বরে আর্নল্ড প্রথমবার টেসলা কর্তাকে টপকে যান। তবে এপ্রিল মাস থেকেই এলভিএমএইচ সংস্থার শেয়ারে পতন হতে শুরু করে। এখনও অবধি ১০ শতাংশ শেয়ারের পতন হয়েছে। শেয়ার বাজারে  অনিশ্চয়তার কারণে একদিনেই ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার খুইয়েছেন লাক্সারি ব্রান্ড লুই ভিটন, ফেন্ডি ও হেনেসির কর্ণধার।

অন্যদিকে, মাইক্রোব্লগিং সংস্থা টুইটারকে কিনে নেওয়ার পর থেকেই গত বছর থেকে ইলন মাস্কের অপর সংস্থা টেসলার শেয়ারে পতন হওয়া শুরু করে। মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন বা ২ লক্ষ কোটি ডলারে কমে দাঁড়ায়।  তবে চলতি বছরে ফের টেসলার শেয়ার দর প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, মাস্কের সম্পত্তিও ৫৫৩০ কোটি ডলার বৃদ্ধি পায়। বর্তমানে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১৯২.৩ বিলিয়ন বা ১৯ হাজার কোটি ডলারেররও বেশি। দ্বিতীয় স্থানে থাকা আর্নল্ডের সম্পত্তি পরিমাণ ১৮৬.৬ বিলিয়ন ডলার।