Elon Musk: ‘Gmail’-এর দিন কি ফুরলো, জায়গা দখল করবে ‘X Mail’?

Elon Musk: 'জিমেল'-এর দিন কি তবে শেষ? এক্স-এর মালিক ইলন মাস্কের পোস্টের পরে এখন তেমনই জল্পনা নেট মাধ্যম জুড়ে।

Elon Musk: 'Gmail'-এর দিন কি ফুরলো, জায়গা দখল করবে 'X Mail'?
Follow Us:
| Updated on: Dec 17, 2024 | 3:22 PM

‘জিমেল’-এর দিন কি তবে শেষ? এক্স-এর মালিক ইলন মাস্কের পোস্টের পরে এখন তেমনই জল্পনা নেট মাধ্যম জুড়ে। এক্স এবার আনতে চলেছে তাঁদের নিজস্ব ‘ইমেল’। ডজ ডিজাইনারের এক্স অ্যাকাউন্ট থেকে রবিবার একটি পোস্ট করা হয়, সেখানে লেখা হয় ‘X Mail would be cool’। আর এই পোস্টে এসেই মন্তব্য করেছেন স্বয়ং ইলন মাস্ক। তিনি লিখেছেন, “হ্যাঁ, এটি প্ল্যানিং লিস্টে রয়েছে”। এর পরেই বেড়েছে জল্পনা। মাস্কের নিজের এই কমেন্টের পরেই বিষয়টি নিয়ে জোর তরজা শুরু হয়েছে।

প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে ২০২৪ সেপ্টেম্বর পর্যন্ত, যেসব সংস্থার ইমেলের বাজারে একচেটিয়া আধিপত্য রয়েছে তার মধ্যে অ্যাপল মেলের বাজার ৫৩.৬৭%। বিশ্বব্যাপী ইমেলের বাজারে গুগলের জিমেল ব্যবহারকারী আছেন ৩০.৭০%। এছাড়াও অনান্যদের মধ্যে আউটলুক ব্যবহার করেন ৪.৩৮% ব্যাক্তি, ‘ইয়াহু! মেল’ ব্যবহার করেন ২.৪% ব্যাক্তি এবং গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারও আছেন ১.৭২%। তবে সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সংস্থা এক্স নতুন ‘এক্স মেল’ নিয়ে এলে তা এঁদের বাজারে টান দেবে বলেই মত একাংশের। এমনকি বিপদে পড়তে পারে অ্যাপল মেল থেকে জিমেলও।

এক নেট ব্যবহারকারী এর পরে সমাজমাধ্যমে লিখেছেন, “হ্যাঁ, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এটি ঘটান”। আরেকজন নেটাগরিক লিখেছেন, “সব কিছুতেই গুগল ব্যবহার করতে করতে ক্লান্ত।”

অন্য একজন কমেন্ট করেছেন,”আমি একটি নতুন ইমেল অ্যাকাউন্ট খুঁজছি”। আরেকজনের মন্তব্য “দয়া করে, যত তাড়াতাড়ি সম্ভব এটা আনুন। এক্স ইমেলটি হবে সব চেয়ে বেশি অনন্য।”

ইলন মাস্ক ঘনিষ্ঠ গান্থার ঈগলম্যান এই ঘটনার পর আরও এক ধাপ এগিয়ে লেখেন, “এক্সফোন এলে কেমন হয়? আমরা সবাই অপেক্ষ আছি।”