আর কোনও ঝঞ্ঝাটই থাকবে না, GPay, Phonepe-এর মাধ্যমে এক নিমেষে EPFO-র টাকা তুলে নিতে পারবেন আপনি
EPFO: ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ২ মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে ইপিএফও। এই বিষয়ে এনপিসিআই (NPCI)-র সঙ্গে কথাবার্তাও চলছে।

নয়া দিল্লি: আগামিদিনে এটিএম-এর মাধ্যমে ইপিএফও (EPFO)-র জমানো টাকা তুলে নেওয়া যাবে, এমন তথ্য় সামনে এসেছে ইতিমধ্যে। এবার আরও সুবিধা পেতে চলেছেন ইপিএফও-র গ্রাহকরা। ফোন পে, জি পে-র মতো ইউপিআই অ্যাপের মাধ্যমেও তোলা যাবে টাকা। ফলে পিএফ তোলা হবে আরও সহজ।
ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ২ মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে ইপিএফও। এই বিষয়ে এনপিসিআই (NPCI)-র সঙ্গে কথাবার্তাও চলছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্লু প্রিন্ট। চালু হলে Gpay, PhonePe, Paytm থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
বর্তমানে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারেন গ্রাহকরা। সেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন লেগে যায়। কিন্তু ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলা হলে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গ্রাহকরা। হঠাৎ করে আর্থিক সমস্যায় পড়লে সুবিধা হবে।
উল্লেখ্য, বর্তমান অর্থবর্ষে ৫ কোটি মানুষের ইপিএফও-র টাকা সেটল হয়েছে। জানা যাচ্ছে, নতুন নিয়ম কার্যকর হলে ইউপিআই-এর সঙ্গে যুক্ত থাকা ডিজিটাল ওয়ালেটে চলে যাবে টাকা। ইপিএফও প্রতি মুহূর্তে আইটি সিস্টেম আপগ্রেড করছে, যাতে গ্রাহকরা ক্লেম করলে টাকা দিতে কোনও অসুবিধা না হয়।
